চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে দুইটি পৃথক অভিযানে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪৯৭ বোতল ফেনসিডিল ও ৬১০ পিস ইয়াবা আটক করেছে বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হন নি। বুধবার(১১ আগষ্ট) ও গত মঙ্গলবার(১০আগষ্ট) এসব অভিযান চালানো হয়।
চাঁপাইনববাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন(রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা বলেন,বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে তেলকুপি গ্রামে মৃত জমসেদ আলীর ছেলে ফলেন মিয়ার বসত বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির নির্মাণাধীন টয়লেটে দুই ফুট বালির নীচে লুকানো ড্রামের মধ্যে ৪৯৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে এসময় ফলেন মিয়া পালিয়ে যান।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সোনামসজিদ সীমান্তে সোনামসজিদ তোহাখানা মোড় এলাকা থেকে ৬১০ পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার হয়। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান অধিনায়ক। ####

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন