প্রধানমন্ত্রীর পক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা

জিবিনিউজ24 ডেস্ক:শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জয়নাল আবেদীন ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার পরপরই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের রাস্তা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদের সদস্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সবার জন্য বুদ্ধিজীবী কবরস্থান উন্মুক্ত করে দেওয়া হয়।