সৈয়দ মুহিবুর রহমান মিছলু সিলেট থেকে:
চির নিদ্রায় শায়িত হলেন সিলেটের প্রবীণ আওয়ামী লীগ নেতা, বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকর পাড়া টিলা বাড়ীর নুরুল ইসলাম চৌধুরী ফলিক (৭৫), গত রোববার (৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বার্ধক্য জনিত কারণে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম নুরুল ইসলাম চৌধুরী ফলিক সিলেট মহানগর আওয়ামী লীগের ২২নং ওয়ার্ডের সাবেক সভাপতি, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সাবেক সভাপতি, উপশহর ডি-ব্লক জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সাবেক সদস্য, সিলেট জেলা বাস (সিলেট-জকিগঞ্জ) মালিক সমিতির সাবেক সভাপতি, আলীনগর ইউনিয়নের ডি. এম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির দায়িত্ব পালন সহ সমাজের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ করে গেছেন।
মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।
মরহুমের বড় ছেলে লন্ডন হতে বাংলাদেশে আসার পর আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ আসর উপশহর ডি-ব্লক জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে হযরত শাহাজালাল (র:) এর মাজার প্রাঙ্গনে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের জানায় অংশগ্রহণ এবং প্রবীণ এই সমাজসেবীর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এডভোকেট নিজাম উদ্দিন পিপি সিলেট জেলা ও দায়রা জজ আদালত, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, ইবনে সিনা চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপশহর ডি-ব্লক মসজিদ কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রকিব, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ, কুচাই ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল ওয়াহিদ, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, উপশহর কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আব্দুল মুক্তাদির, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী মাসুম, ২২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহির আহমদ চৌধুরী, উপশহর ব্যবসায়ী সমিতি ইএফ এর সভাপতি অধ্যক্ষ শামীম ইকবাল, উপশহর ব্যবসায়ী সমিতি এবি শাখার সভাপতি জাহাঙ্গীর আলম লুলু, এডভোকেট গিয়াস উদ্দিন, উপশহর ব্যবসায়ী সমিতি ইএফ এর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, জুয়েল চৌধুরী, ইসলাহ উদ্দিন বাবলু প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন