সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দর্শনা

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

কলকাতার সুদর্শনা নায়িকা দর্শনা বণিক। খুব বেশি দিন হয়নি সিনেমায় কাজ করছেন। তবে এরই মধ্যে নিজের সৌন্দর্য আর অভিনয় গুণে প্রত্যাশা বাড়িয়ে জায়গা করে নিয়েছেন। কলকাতার পাশাপাশি অভিনয় করেছেন বাংলাদেশের সিনেমাতেও। বাংলাদেশের মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন এই তরুণী।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দর্শনা। প্রতিনিয়ত বিভিন্ন ধরণের ছবি শেয়ার করেন। কখনো কখনো দেখা দেন সাহসী-খোলামেলা রূপে। তেমনই একটি ছবি শেয়ার করেছেন সম্প্রতি। আর এতেই নেটিজেনদের কটূক্তির শিকার হতে হচ্ছে তাকে।

 

দর্শনা যে ছবিটি শেয়ার করেছেন, তাতে দেখা যায়, কালো রঙের স্বল্পবসনায় ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। অন্তর্বাসের উপর কেবল জালের মতো একটা আবরণ রয়েছে। আর নিচের অংশে রয়েছে আঁটসাঁট কালো স্কার্ট।

এই ছবির কমেন্ট বক্সে অনুসারীদের নানা রকম মন্তব্য জমা হয়েছে। কেউ বলেছেন, তিনি দর্শনার কাছ থেকে এমনটা আশা করেন না। আবার কেউ বলেছেন, উপরের জালের মতো অংশটি না থাকলেই ভালো হতো।

এক অনুসারী লিখেছেন, ওইটুকু আর না পরলেই ভালো হতো।’ তার ধারণা, উর্ধাঙ্গ অনাবৃত থাকলে আরও বেশি সুন্দর লাগবে দর্শনাকে। এমন আরও বহু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে নেটিজেনরা।

অবশ্য কেউ কেউ ইতিবাচক মন্তব্যও করেছেন। যেমন এক ভক্ত লিখেছেন, ‘আপনাকে সব রঙেই ভালো লাগে।’ আরেকজন লিখেছেন, ‘কালো পোশাকেই আপনি সবচেয়ে বেশি সুন্দরী।’

এর আগেও খোলামেলা ছবি শেয়ার করেছেন দর্শনা। সেগুলোতেও নেটিজেনের আক্রমণের শিকার হয়েছেন তিনি। তবে এগুলোকে একদমই গায়ে মাখেন না নায়িকা।

উল্লেখ্য, কলকাতায় দর্শনা ‘আসছে আবার শবর’ ও ‘ব্যোমকেশ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ওয়েব সিরিজেও। এছাড়া তিনি বাংলাদেশের বহুল আলোচিত ‘অপারেশন সুন্দরবন’ এবং ‘অন্তরাত্মা’ সিনেমায় কাজ করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন