জিবিনিউজ 24 ডেস্ক //
সালোয়ার কামিজের সঙ্গে ওড়না নেই কেন? এই প্রশ্নের মুখে পড়তে হলো অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীকে৷ সঞ্চালক তথা অভিনেত্রীকে রীতিমতো ট্রলড করে এই প্রশ্ন করে বসেন এক ট্যুইটারেত্তি ৷
গত দু’দশকেরও বেশি সময় ধরে দিব্যাঙ্কা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা ৷ ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’র তারকা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ৷ শুটিং করছেন রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-র ৷ সম্প্রতি তিনি ছোট পর্দায় ‘ক্রাইম প্যাট্রোল’ সঞ্চালনা করেছিলেন ৷ সে সময়েই এক নেটিজেন, জনৈক ঘনশ্যাম শর্মা প্রশ্ন করেন, ক্রাইম প্যাট্রোলের পর্ব সঞ্চালনার সময় তিনি পোশাকের সঙ্গে ওড়না নেন না কেন?
প্রশ্নকর্তাকে মোক্ষম জবাব দিতেও ছাড়েননি স্পষ্টবক্তা দিব্যাঙ্কা ৷ ঘনশ্যামকে অভিনেত্রীর সপাট উত্তর, ‘যাতে আপনার মতো যারা আছেন, তারা ওড়নাহীন অবস্থায় থাকলেও মেয়েদের সম্মান করার অভ্যাস তৈরি করতে পারেন ৷ একজন মহিলা কী পরবেন, কী পরবেন না, সেটা ঠিক করার দায়িত্ব আপনাকে না নেওয়ার জন্য অনুরোধ করবো ৷ বরং আপনি এবং অন্যান্যরা যেভাবে মেয়েদের দিকে তাকান, সেট পাল্টে ফেলুন ৷ আমার শরীর, আমার সম্মান, আমার ইচ্ছে ৷ আপনার ভদ্রতা, আপনার ইচ্ছে৷
একজন টুইটারেত্তি আবার সঙ্গে সঙ্গে সমর্থন করেছেন ঘনশ্যামকে ৷ তার সাফাই, হয়তো দিব্যাঙ্কাকে ওড়নাসহ দেখতে পছন্দ করেন ঘনশ্যাম ৷ কিন্তু অভিনেত্রী ঘনশ্যামের চরিত্রের দিকে আঙুল তুলেছেন, সেটা পছন্দ হয়নি দ্বিতীয় নেটিজেনের ৷
তাকেও উত্তর দিয়েছেন দিব্যাঙ্কা ৷ বলেছেন, হ্যাঁ, সেটা সম্ভব ৷ তিনি যদি ভক্ত হন, তাহলে তার পছন্দকে কুর্নিশ ৷ কিন্তু মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন করাটা অতীতের বিষয় ৷ আমরা বরং অভিনয়, বিজ্ঞান, রাজনীতি, ইতিহাস, ভূগোল বা আরো অজস্র বিষয় নিয়ে আলোচনা কতে পারি ৷ সেগুলোর তুলনায় ওড়না তো তুচ্ছ!
দিব্যাঙ্কা বরাবরই ভারতীয় পোশাকের ভক্ত ৷ শাড়ি বা সালোয়ার কুর্তার মতো পোশাকেই তাকে বেশি দেখা যায় ৷ সনাতনী পোশাকে তাকে দেখতেও লাগে কেতাদুরস্ত ৷ কিন্তু তার পরেও ট্রোলিংয়ের নিশানা হতে হয় ৷ তবে দিব্যাঙ্কাকে ট্রোল করে তীক্ষ্ণ উত্তরবাণ থেকে রেহাই পান না নেটিজেনরাও৷

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন