মেয়ের নামে ২৫০ কোটির রাজপ্রাসাদ বানালেন রণবীর-আলিয়া

gbn

বলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের প্রেম, বিয়ে, কন্যা সন্তান রাহা সবসময়ই থাকে আলোচনায়। এখন তাদের নতুন স্বপ্নের বাড়ি খবরের শিরোনামে। মুম্বাইয়ের পালি হিলে নির্মাণাধীন তাদের বহু প্রতীক্ষিত নতুন রাজকীয় বাড়িটি সম্পূর্ণ হয়েছে। শিগগির তারা সেখানে আবাস গড়ছেন।

আবেগময় বিষয় হলো, বাড়িটি রণবীর বা আলিয়ার নামে নয়। এটি নিবন্ধিত হয়েছে তাদের কন্যা রাহা কাপুরের নামে। অর্থাৎ এটি শুধু বিলাসবহুল আবাস নয় বরং এক গভীর পারিবারিক আবেগের প্রতীকও।

 

সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, আলিয়া ভাট তার শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে নতুন বাড়িতে যান। সেখান থেকে একসঙ্গে বের হন বউ-শাশুড়ি। বিদায়ের সময় আলিয়াকে জড়িয়ে ধরেন নীতু, যা ক্যামেরাবন্দি হয় এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এই নতুন বাসভবনটি একটি ছয়তলা বিশিষ্ট প্রাসাদতুল্য বাড়ি। এর ছাদে রয়েছে বাগান, বারান্দায় ঝুলে আছে লতাগুল্ম, আর পুরো ভবনটির রঙ ধূসর, যা এটিকে দেয় এক অভিজাত আভা।

 

সাম্প্রতিক রিপোর্ট বলছে, এই বাড়িটির মূল্য প্রায় ২৫০ কোটি রুপি। এই মূল্য এটিকে মুম্বাইয়ের সবচেয়ে দামি তারকাবাড়ি করে তুলেছে। শাহরুখ খানের ‘মান্নাত’র থেকেও ৫০ কোটি রুপি বেশি দাম এই প্রাসাদের। আর অমিতাভ বচ্চনের ‘জলসা’র মূল্য ১২০ কোটি রুপি।

আলিয়া ভাট বর্তমানে কাজ করছেন যশরাজ ফিল্মসের ‘আলফা’ ছবিতে। সেখানে তাকে দেখা যাবে একদম অ্যাকশন-প্যাকড চরিত্রে। তার সঙ্গে রয়েছেন শর্বরী ও ববি দেওল। এছাড়া তিনি অভিনয় করছেন সঞ্জয় লীলা বনসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। সেখানে তার বিপরীতে রয়েছেন স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশল।

অন্যদিকে রণবীর কাপুর আসছেন নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে। ছবিটিতে তিনি অভিনয় করবেন রাম চরিত্রে। যশ থাকছেন রাবণ চরিত্রে এবং সাই পল্লবী হবেন সীতা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন