মৌলভীবাজারে পলিসি ফোরামের ভ্যাচুয়াল প্রশিক্ষক শুরু

gbn

মৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের উদ্যোগে পি,ফর ডি এর সহযোগিতায় বৃহস্পতিবার নাগরিক, সুশিল সমাজ ও সিন্ধান্ত গ্রহনকারীদের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে১৫দিনব্যাপী ভ্যাচুয়াল বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা শুরু  হয়েছে।
জেলা পলিসি ফোরামের সাধারন সম্পাদক পরিতোষ দে স ালনায় কর্মশালায় স¦াগত বক্তব্য রাখেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব। ভ্যাচুয়াল বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালার উদ্ভাধন করেন পি,ফর ডি এর ট্রেনিং কো-অডিনেটর নিয়োগী মোজাম্মেল হক। অনুষ্ঠানে ভ্যাচুয়াল যোগদান করে সবার সাথে পরিচিত হন পি,ফর ডি এর টিম লিডার আর্সেন স্টেপানিয়ান । উপস্থিত ছিলেন পি,ফর ডি এর সিভিল সোসাইটির কো-অডিনেটর মোফাক্কের মোর্শেদ খান, ভ্যাচুয়াল বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা প্রশিক্ষক ছিলেন পি,ফর ডি এর সিলেট বিভাগীয় কো অডিনেটর আলমগীর মিয়া, মৌলভীবাজার ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী,বাম্্রনবাড়ীযা ডিষ্ট্রিক ফ্যাসিলেটর খোদেজা বেগম । কর্মশালায় শিক্ষক,সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিসহ ২০জন অংশ গ্রহন করেন। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন