গোলাপগঞ্জের বাঘা থেকে একাধিক মামলার আসামী গ্রেফতার

gbn

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বাঘা থেকে  খোকন আহমদ রাজা ওরফে তুরন (৩৩) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।  মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা ইউপির বাঘা পরগণা বাজার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন আহমদ ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের আরকান আলীর পুত্র।

 

পুলিশ সূত্রে আরো জানা যায় ,  উপজেলার বাঘা ইউনিয়নে গ্রেপ্তারকৃত খোকন আহমদ সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করলে স্থানীয়রা  গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম ও এসআই জাহাঙ্গীর আলম'র নেতৃত্বে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম বাঘায় অভিযান পরিচালনা করে খোকন আহমদ রাজা ওরফে তুরনে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় জিআর -৮৬/১৬খ্রিঃ মূলে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পরবর্তীতে ওসমানীনগর থানায় গ্রেফতারী পরোয়ানা মূলতবী থাকায়  আসামীকে ওসমানীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও তার বিরদ্ধে বিশ্বনাথ থানায় অস্ত্র মামলাসহ দুটি মামলা রয়েছে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।   

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন