সাজ্জাদ হোসাইন ওসমানীনগর প্রতিনিধিঃ
মাস্ক পরার অভ্যেস-করোনা মুক্ত বাংলাদেশ’-এই শ্লোগানে করোনার ২য় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের অংশ হিসেবে সিলেটের ওসমানীনগরে মাস্ক ও হ্যান্ড সেনেটাইজার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে থানা পুলিশের উদ্যোগে উপজেলার গোয়ালাবাজার ও তাজপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি এলাকার জনসাধারণকে সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, ওসি (তদন্ত) মাকসুদুল আমীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাবেদ আমদ আম্বিয়া, ক্রিড়া ও যুব বিষয়ক সম্পাদক মুকিত মিয়া, গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি গেদা মিয়া, সেক্রেটারি পরিমল দেব, এস আই সুবিনয় বৈদ্য, এসআই আব্দুর রহিম, এস আই নিখিল দাশ প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন