চাঁপাইনবাবগঞ্জে নারীদের ক্যাটারিং প্রশিক্ষণের সনদ বিতরণ

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মহিলা সংস্থা’র আয়োজনে নারীদের জেলা পর্যায়ের ৪ মাসব্যাপী ক্যাটারিং (খাদ্য প্রস্তুতকরণ,সংরক্ষণ ও সার্ভিসিং) প্রশিক্ষণ কর্মসূচীর ৩য়,৪র্থ ও ৫ম ব্যাচের ১২০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে শহরের পাঠানপাড়ায় সংস্থার জেলা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার জেলা শাখা চেয়ারম্যান আ্যাড. ইয়াসমিন সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা সুফিয়া খাতুন,আইটি ট্রেড সহকারী প্রোগ্রামার তাসরীন সুলতানা,নকশী কাথাঁ ট্রেড সহকারী প্রশিক্ষক খুরশীদা খাতুন,প্রশিক্ষনার্থী নাজনীন সুলতানা,শুকতারা প্রমুখ। বক্তরা বলেন, এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করা। তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উদ্দেশ্যে বলেন,শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই চলবে না, এই পেশার উদ্যেক্তা ও ব্যবসায়ী হয়ে প্রশিক্ষণলগ্ধ জ্ঞান কাজে লাগাতে হবে। তাঁরা বলেন, বর্তমানে এই পেশার অনেক বিকাশ ঘটেছে। এর মাধ্যমে এখন নারীরা অনায়াসে নিজের পায়ে দাঁড়াতে পারে।