বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের আনন্দ র্যালী

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
সম্প্রতি জাতিসংঘ সংস্থা ‘ইউনেস্কো’ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়াল্ড ডকুমেন্টরি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেয়ায় চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ আনন্দ র্যালী ও সমাবেশ করেছে। সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে সরকারী কলেজ মোড়ে বঙ্গবন্ধু মুক্তম থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে র্যালীটি শহর প্রদক্ষিণ করে পূণরায় একই স্থানে ফিরে এসে সমাবেশ করে। জেলা ছাত্রলীগ সভাপতি সাকিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, জেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কৌশিক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,নবাবগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি ওয়ালিদ হোসেন,আদিনা ফজলুল হক সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি নাইমুল হক প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, ইউনেস্কো স্বীকৃতি জাতির জন্য গৌরবের। তাঁরা বলেন, বঙ্গবন্ধুর ওই ভাষনই ছিল বাঙ্গালীর মুক্তি সংগ্রামের ডাক। তাঁরা বঙ্গবন্ধু’র আদর্শে দেশ গড়তে সকলের প্রতি আহব্বান জানান। কর্মসূচীতে আ’লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।