আব্দুন নূর মাস্টারের মৃত্যতে উপাধক্ষ্য আব্দুস শহীদ এমপির শোক

gbn

আমার রাজনৈতিক সহকর্মী বন্ধুবর আব্দুন নূর মাস্টারের মৃত্যতে শোক প্রকাশ করছি। মুক্তিযোদ্ধের সংগটক আব্দুন নূর মাষ্টার দিনে চাকুরী ও রাতে মুক্তি বাহিনীকে সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা জমায়েত ও সৌজন্য সাক্ষাত অনুষ্টানে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক মাইন বিস্ফোরনে গুরুতর আহত হন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক আলোকিত ব্যক্তিত্ব আব্দুন নূর মাস্টার। তিনির এই ছোট বর্ণাঢ্য জীবনের ধারাবাহিক সাফল্য প্রশংসনীয়। ব্যক্তি পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবনে নূর মাস্টার একজন সফল ব্যক্তিত্ব। তিনির জীবনের সবচেয়ে বড় সাফল্য তিনির ছেলে মেয়েদের সুনাগরিক করতে পেরেছেন। আমার বিশ্বাস তিনির অসমাপ্ত কাজ তিনির যোগ্য উত্তরসূরিরা এগিয়ে নিয়ে যাবেন। তিনির স্ত্রী সহ পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদের এই শোক সহিবার তৌফিক দান করেন সেই দোয়ায় করছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন