পঞ্চগড়ে বিদ্যালয়ের ল্যাব থেকে ১১ ল্যাপটপ চুরি

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১১ টি ল্যাপটপ চুরি হয়েছে বলে দাবি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটলেও ওই বিদ্যালয়ের পক্ষ থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্কুলের তালা খুলতে গিয়ে ওই বিদ্যালয় পিয়ন লুৎফর রহমান দেখতে পান ল্যাবের দরজা খোলা। ভিতরে কোন ল্যাপটপ নেই। পরে তিনি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানকে জানান। প্রধান শিক্ষক চুরির ঘটনা বিভিন্ন দপ্তরে অবহিত করেন। এদিকে বিষয়টি জানার পর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ল্যাপটপ উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

শেখের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, সকালে বিদ্যালয়ের দরজা খুলতে গিয়ে আমাদের পিয়ন লুৎফর রহমান দেখতে পান ল্যাবের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখতে পান সব ল্যাপটপ চুরি হয়েছে। প্রতি রাতে আমাদের নৈশ প্রহরী সাইফুল ইসলাম দায়িত্ব পালন করেন। ঘটনার রাতেও সে বিদ্যালয়েই ঘুমিয়েছে বলে জানিয়েছে আমাকে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক তদন্ত জামাল হোসেন বলেন, ওই বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১১ টি ল্যাপটপ চুরির ঘটনায় আমরা তদন্ত করছি। আমাদের ধারণা এটি একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ। আমরা চোর চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করাসহ ল্যাপটপগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন