ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জের আউশকান্দি গ্যাস পাম্পের সামনে ট্রাক চাপায় ১ মাইক্রোবাস চালক নিহত

gbn

বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় শফিকুল ইসলাম (৩০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে।

শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় উপজেলার আউশকান্দি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম(৩০) সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার পাকিজান গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস আউশকান্দি সিএনজি গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য আসে। পাম্পে গাড়ি রেখে মহাসড়কের পাশে জমিনে নেমে একটি বিদুৎতের কুটির নিচে প্রসাব করার জন্য বসে। এসময় ঢাকা থেকে সিলেট গামী একটি ট্রাক (চট্ট-মেট্রো শ-১১-২৩৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুটি ভেঙ্গে মাইক্রোবাস চালক শফিকুল ইসলামকে মারাত্মক ভাবে ঐ ট্রাকটি চাপা দেয়। এতে শফিকুল ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জের দমকল বাহিনীর পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেন।

 

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এবং যান চলাচল স্বাভাবিক করি।

 

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমীর উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন