ইংল্যান্ডে জিসিএসসি পরীক্ষায় গোলাপগঞ্জের নিকিতা আবেদীনের বাজিমাত

gbn

ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী নিকিতা আবেদীন ইংল্যান্ডের ইলফোর্ড এলাকার ভ্যালেন্টাইন হাই স্কুল থেকে এবার জি সি এস ই পরীক্ষায় সকল বিষয়ে এ ডাবল স্টার পেয়ে ব্রিটিশ বাংলাদেশী কমিনিটির মুখ উজ্জ্বল করেছে । আজ (২০ আগস্ট) বৃটেনে জিসিএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়।

নিকিতা আবেদীন এই অসাধারণ ফলাফলের জন্য স্কুলের প্রধান শিক্ষক একটি ট্রপি উপহার দিয়ে তাকে অভিনন্দিত করেন।

নিকিতা আবেদীন জানায়, সে ভবিষ্যতে ইংরেজি,
অর্থনীতি, অংক ও এডভান্স গণিত এই চার বিষয় নিয়ে স্ট্রাটফোর্ডে লন্ডনের একাডেমি অফ এক্সিলেন্স থেকে এ লেভেলে অধ্যয়ন করবে। এছাড়াও লন্ডন স্কুল অফ ইকোনমিস (LS E) এ পড়তে ইচ্ছুক নিকিতা এবং আগামীতে সে অর্থনীতিবিদ হতে চায়। তার এই সাফল্যে মাতা-পিতার উৎসাহ ও ভালবাসা রয়েছে বলে সে জানায়।

নিকিতার পৈত্রিক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে। তার পিতা বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবেদীন (বাবুল) ও মাতা সুনামধন্য শিক্ষিকা ইয়াসমিন আবেদীন। তারা মেয়ের এই প্রত্যাশীত ফলাফলে খুবই আনন্দিত। নিকিতা আবেদিন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট।

এদিকে নিকিতার পিতা-মাতা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন