বৃহত্তর সিলেট প্রাক্তন ফুটবলার এসোসিয়েশন ইউকের ভার্চুয়াল দোয়া মাহফিল ও আলোচনা সভা

জিবি নিউজ ইউকে ||

গত ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে বৃহত্তর সিলেট প্রাক্তন ফুটবলার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ভার্চুয়াল দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে সারা বিশ্বে অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত ব্যক্তিবর্গসহ অনেক লোক মারা গেছেন এবং সারা বিশ্বে প্রচুর লোক অসুস্থ অবস্থায় আছেন। মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাত এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সুস্থতা কামনায় বিশেষ ভার্চুয়াল দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


ভার্চুয়াল দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসোসিয়েশনের সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যৌথভাবে সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম। দোয়া পরিচালনা করেন টেবিওয়েট মসজিদের ইমাম হাফিজ মাওলানা মনির উদ্দিন।
ভার্চুয়াল দোয়া মাহফিলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাক্তণ ফুটবলাররা অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ নজমুল ইসলাম, এম এ এইচ ফেরদৌস, মোঃ মাহতাব উদ্দিন, সৈয়দ মহসিনুর রাজা বোরহান, বাংলাদেশ থেকে যোগ দেন ফেরদৌস চৌধুরী রুহেল, সালাউদ্দিন, সুহেন, তুতিউর রহমান তুতা, রিয়াজ উদ্দিন হেলাল, ফয়সল আহমদ, রিপন আহমদ, আবুল হোসেন, ইউকে থেকে যোগ দেন সিদ্দিকুর রহমান, ওয়াহিদ আহমদ, মোসতাক আহমদ, আলমগীর আলম, মইনুল ইসলাম, জামাল উদ্দিন, সামিম আহমদ, দেলওয়ার হোসেন দেলু, এমরান আহমদ, কানাডা থেকে যোগ দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক কার্জন, মানু সিং, আমেরিকা থেকে যোগ দেন এনামুল বারী মজনু, ফাইজুল ইসলাম আনিছ, মোঃ সুলেমান, সুফিয়ান খান, সামিম উদ্দিন, ফ্রান্স থেকে যোগ দেন লায়েক আহমদ, কাতার থেকে যোগ আহমদ আলী মেনাই, এছাড়াও এসোসিয়েশনের সহ-সভাপতি আল-আমিন আলম, কোষাধ্যক্ষ জয়নাল উদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া সম্পাদক মুমিনুল ইসলাম লিমন, প্রচার সম্পাদক সায়েক মজুমদার, সহ ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ হারুন প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন