হবিগঞ্জের নবীগঞ্জে ভূয়া রেভিনিউ স্টাম্প ও কোর্ট ফি বিক্রির অপরাধে ১জনকে ৫ হাজার টাকা অর্থদন্ড

gbn

বুলবুল আহমদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ- হবিগঞ্জের নবীগঞ্জে ভুয়া রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি বানিয়ে বিক্রি করার অপরাধে বিল্লাল হোসেনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্টাম্প ভেন্ডারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিল্লাল হোসেন (২৮) নামের দোকানে নকল স্ট্যাম্প, রেভিনিউ পাওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। প্রসিকিশনে সহায়তা প্রদান করেন, নবীগঞ্জ থানা পুলিশ এবং নকল সনাক্তকরন যন্ত্র দিয়ে সহায়তা করেন ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, নকল রেভিনিউ স্টাম্প বিক্রির ফলে রাষ্ট্রের অনেক রেভিনিউ ক্ষতি হয়। এ ধরণের অপরাধ জাল নোট বিক্রির বা তৈরির সমান। এ ধরনের অপরাধ মূলক অভিযান আমাদের অব্যাহত থাকবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন