শেরপুর কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

উত্তম কুমার পাল হিমেল,হবিগঞ্জ প্রতিনিধি ||
হাজার বছরের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হবিগঞ্জ,মৌলভীবাজার,সিলেট জেলার সীমান্তবর্তী মিলনস্থল শেরপুরে কুশিয়ারা নদীতে গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ উৎসবে মেতে ওঠেন শহর ও গ্রামের অর্ধ-লক্ষাধিক দর্শক। নদীর দুই পাড়ে দর্শকদের কলরব ও হাত তালিতে ভরে ওঠে নদীর দুই তীর। শনিবার বিকেলে সদর উপজেলার শেরপুর হামর কোনা নৌকা বাইচ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ নৌকা বাইচে মৌলভীবাজার, হবিগঞ্জের ও সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটি দৌড়ের নৌকা অংশ নেয়। প্রায় দেড় কিলোমিটার বাইচ করে দর্শকদের আনন্দে মাতিয়ে জগন্নাথপুরের রিয়াদ পপবন নৌকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান উড়াল পবন ও তৃতীয় স্থান অর্জন করে মৌলভীবাজারের আন্তহরী অজ্ঞান ঠাকুর নৌকা । অনুষ্টানে প্রধান উপস্থিত ছিলেন, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মহা পরিচালকের অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দু পদ্দার বাচ্চু, মনমুখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেফুল, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন গেদায়, মোহাম্মদ অলিউর রহমান,সাংবাদিক এম এ আহমদ আজাদ,সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল.এম. মুজিবুর রহমান, সম্পাদক ছনি চৌধুরী প্রমুখ। উপস্থাপনায় ছিলেন আলী হোসেন রানা।