জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের বড়লেখায় ৩৫০ জন মুক্তিযোদ্ধার মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র'র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আব্দুল খালিক, এখলাছুর রহমান, ও ফনি চন্দ্র শীল প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন