চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে ফেলে ৩ বছরের শিশু রোহানকে হত্যার প্রধান অভিযুক্ত অপর শিশু আটক

gbn


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের পেছনে মর্গ সংলগ্ন সেপটিক ট্যাংকে ফেলে ৩ বছরের শিশু রোহানকে হত্যার প্রধান  অভিযুক্ত অপর এক শিশুকে(১২) আটক করেছে পুলিশ। গত শনিবার(২’জানুয়ারী) দিবাগত গভীর রাতে তাকে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকেই আটক করা হয়। তবে শিশু আইন  অনুযায়ী তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এর আগে রোহানকে হত্যার ঘটনায় সদর থানায় হত্যা মামলা করে তার পরিবার।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম বলেন,পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। হত্যার কারণ হিসেবে তিনি বলেন,ছোট শিশুটিকে দিয়ে ভিক্ষাবৃত্তি করে মানুষের নিকট থেকে অর্থ আয়ের জন্যই অপরাধী শিশুটি রোহানকে তার বাড়ি থেকে সাথে নিয়ে আসে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর সাথে অন্য কারও কোনরকম সংশ্লিস্টতা আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার(৩১’ডিসেম্বর) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া মহল্লার ভেলুর মোড় এলাকার নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সুজন আলীর ছেলে রোহান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার(১’জানুয়ারী) সদর থানার শরনাপন্ন হয় তার পরিবার। পুলিশ এর পরপরই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। গোয়েন্দা পুলিশের একাধিক দলও তদন্ত শুরু করে।
তদন্তেপ্রাপ্ত তথ্য ও মানুষজনকে জিজ্ঞাসবাদের এর এক পর্যায়ে গত শনিবার(২’জানুয়ারী) হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিশুটির সন্ধ্যান পাওয়া। তাকে অপর এক শিশুর কোলে ময়নাতদন্ত ঘর এলাকায় যেতে দেখা যায়। এরপরই হাসপাতাল এলাকায় তল্লাশী জোরদার করে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের পেছনের সেপটিক ট্যাংকের ভেতর রোহানের মরদেহ ভাসতে দেখা যায়। মরদেহ উদ্ধারের পর রাতেই ময়নাতদন্ত সম্পন্ন হয়।
সদর থানার অফিসার ইনচার্য(ওসি) মোজাফফর হোসেন বলেন,সেপটিক ট্যাংকে ফেলে গত বৃহস্পতিবার দুপুরের আগেই রোহানকে হত্যা করা হয়েছে বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষœন ও অপরাধী শিশুটিকে জিজ্ঞাসবাদে জানা গেছে। তবে এসব তথ্য যাচাই চলছে।
ময়নাতদন্তকারী সদর হাসপাতালের চিকিৎসক নাজির আহমেদ বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বৃহস্পতিবারই রোহানের মৃত্যু হয়। তিনি এজন্য তীব্র শীতের মধ্যে পানিতে পড়ে যাওয়া এবং মাথার ভেতরে আঘাত ও রক্ত জমে যাওয়াকে প্রাথমিকভাবে দায়ী করেন।পড়ে যাবার কারণেও এমন আঘাত হতে পারে বলেও তিনি জানান।
এদিকে রোববার(৩’জানুয়ারী) সকাল ১০টায় নবাবগঞ্জ টাউন হাইস্কুল মাঠে জানাজা নামাজের পর শিশু রোহানের দাফন সম্পন্ন হয়েছে।    ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন