আফগান যুবাদের কাছে সিরিজ হারল বাংলাদেশ!

প্রথম ম্যাচে দাপুটে জয়, তারপরই যেন কী হয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের! দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলো। পরের তিনটি ম্যাচ বলতে গেলে একপেশে খেলায় জিতে নিল সফরকারী আফগানিস্তানের যুবারা।
ফলাফল ৩-১ ব্যবধানে সিরিজ হারের স্বাদ নিতে হলো স্বাগতিক দলকে।
আজ সিলেটে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৩৩ রানে হারিয়েছে আফগানিস্তানের যুবারা। স জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগান যুব দল। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান ৮৩, লোয়ার মিডল অর্ডারে আব্দুল রাসেলের ৪৭ বলে ৭৫ রান ও কামালি ১১ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ২৩৯ রান করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে স্পিনার নাঈম ২, হাসান মাহমুদ-সাইফ ও আফিফ ১টি করে উইকেট নেন।
জবাবে ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে তৌহিদ হৃদয় সর্বোচ্চ ৯৩ রান করেন। আফগানদের পক্ষে ওয়াফাদার ৪টি, কামালি ৩টি ও মুজিব জারদান ২টি উইকেট নেন। সিরিজে তৃতীয় ও চতুর্থ ম্যাচে যথাক্রমে ৭৫ এবং ৮৫ রানে অল-আউট হয়েছিল বাংলাদেশের যুবারা।