রান আউটের পর রাহানের আচরণে মুগ্ধ নেট দুনিয়া

 জিবিনিউজ 24 ডেস্ক //

রান ছিলো না। তবুও রান নিতে দৌড়েছিলেন রবীন্দ্র জাদেজা এবং অজিঙ্কা রাহানে। ভাগ্য সহায় হয়নি। রান আউট হয়ে যান ভারত অধিনায়ক। কিন্তু সেই রান আউট যাতে জাদেজার মানসিকতায় প্রভাব না ফেলে, সে জন্য অলরাউন্ডারকে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনোবল জোগান রাহানে। আর সেই আচরণে মুগ্ধ নেট দুনিয়া।

মেলবোর্নে তৃতীয় দিনের শুরুটা ভালো করেছিলো ভারত। কিন্তু ঠিক ১০০ ওভারের মুখে দাঁড়িয়ে একটি রান আউটে রাহানে ও জাদেজার লড়াইয়ে ইতি পড়ে যায়। ৯৯.৫ ওভারে শর্ট কভারে বল ঠেলে একেবারে সহজাত প্রবৃত্তিতে রান নিতে দৌড়ান জাদেজা। তাতে সাড়া দেন রাহানে। কিন্তু তা মোটেই রান ছিলো না।

 

কিন্তু জাদেজার কলে সাড়া দেন রাহানে। দ্রুত দৌড়ে গেলেও মার্নাস ল্যাবুশেনের দুরন্ত থ্রোতে রান আউট হয়ে যান রাহানে। ক্রিজের ঠিক একচুল বাইরে ছিলো ব্যাট। ডাইভ দিলে হয়তো পৌঁছে যেতে পারতেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত তা হয়নি। ১১২ রানের দুরন্ত ইনিংস খেলে ফিরতে হয় রাহানেকে।

তবে রান আউট হলেও জাদেজার উপর কোনো রকম রাগ দেখাননি ভারত অধিনায়ক। বরং তিনি আউট হয়ে গেলেও যাতে জাদেজার মনোবল ভেঙে না যায়, সে জন্য জাড্ডুকে বাহবা দিয়ে যান। হাত মিলিয়ে জাদেজাকে আলতো টোকা দেন। বার্তাটা যেন ছিলো- ‘আমি আউট হয়ে গিয়েছি। তুমি বড় ইনিংসের দিকে এগিয়ে যাও।’

শেষপর্যন্ত বেশি বড় রান করতে পারেননি জাদেজা। ৫৭ রানে আউট হয়ে যান তিনি। তবে রাহানের সেই আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

এক নেটিজেন বলেন, রান আউটের সিদ্ধান্তের পর কী অসাধারণ প্রতিক্রিয়া! জাদেজার উপর প্রভাব ফেলতে দেননি। সত্যিকারের নেতা। অবিশ্বাস্য কাজ।

অপর এক নেটিজেন বলেন, রাহানের স্পোর্টসম্যানশিপ অসাধারণ। জাদেজা আউট করলেও কোনো রকম বোঝা ছাড়া তাকে চালিয়ে যেতে বলেন। দারুণ ব্যবহার।

তাৎপর্যপূর্ণভাবে প্রথম টেস্টের প্রথম ইনিংসের তার ক্ষণিকের ভুল কলে আউট হয়েছিলেন বিরাট কোহলি। কিছুটা রাগ দেখিয়েছিলেন ভারত অধিনায়ক। সেই রান আউটের প্রভাব যেন রাহানের খেলায় পড়েছিলো। কিছুক্ষণ পরই তিনি আউট হয়ে গিয়েছিলেন। তাতেও অবশ্য রেহাই পাননি। রাহানেকে খুনের হুমকিও দেওয়া হয়েছিলো।

যদিও পরে রাহানে জানিয়েছিলেন, দিনের খেলা শেষে কোহলির কাছে ক্ষমা চেয়েছিলেন। কারণ ক্রিকেটে এরকম হতেই পারে। আর তা যে শুধু কথার কথা হিসেবে বলেননি, তা সোমবার রাহানে প্রমাণ করে দিয়েছেন বলে মত নেটিজেনদের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন