বাজে ছবির তালিকায় এক নম্বরে বরুণের ‘কুলি নম্বর ওয়ান’!

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

৯৫’র পর ২৫ বছর কেটে গিয়েছে। আর এই দীর্ঘ সময়ে অনেক কিছু বদলে গিয়েছে। বিজ্ঞান থেকে রাজনীতি, ফ্যাশন থেকে খাবার। আর সর্বোপরি বদলেছে মানুষের চিন্তাশক্তি। কিন্তু ভাবলেও অবাক লাগে ডেভিড ধাওয়ানের ক্ষেত্রে এসব কিছুই প্রযোজ্য নয়। এতো বছর পরও বড়দিনে সেই একই গল্প উপহার দিলেন তিনি। শুধু খানিক বদলে গেলো চরিত্রগুলোর মুখ।

২০২০ সালে দাঁড়িয়ে এমন মাথামুণ্ডুহীন, উদ্ভট একটি সিনেমা দর্শকরা কেন দেখবে বলতে পারেন? ১৩৪টা মিনিট রীতিমতো নষ্ট কেন করবে?

 

হাস্যরসে ভরা অনেক মজাদার ছবি দর্শককে অতীতে উপহার দিয়েছেন ডেভিড ধাওয়ান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তো সিনেমার প্রেসেন্টেশনের ধরনেও আমূল পরিবর্তন এসেছে। সেখানে একটা বস্তাপচা গল্পের গায়ে নতুন করে লিপস্টিক লাগিয়ে আর আধুনিক পোশাক পরিয়ে নামিয়ে দিলে কীভাবে চলবে? হাসির ছবি হিসেবে কেউ যদি বরুণ-সারার কাণ্ডকারখানা দেখতে বসেন, তাহলে হাসি তো দূর, এতোটা সময় নষ্ট হওয়ার জন্য শেষমেশ মেজাজই হারাবেন তিনি।

গল্পে নতুনত্বের ছিঁটে ফোঁটা তো নেই-ই, বরং এক-একটা দৃশ্য দেখে দেওয়ালে মাথা ঠুঁকতে ইচ্ছা করে। বিশেষ করে চলন্ত ট্রেনের সামনে থেকে শিশুকে বাঁচানোর দৃশ্যটি। কেন, মানে কেন?

ওটিটি প্ল্যাটফর্মে এখন হাজারো ভালো কনটেন্ট। একে অপরকে পাল্লা দিয়ে চলেছে সারাক্ষণ। সেখানে বরুণ ধাওয়ানের ওভার অ্যাক্টিং দেখার কারণ তো খুঁজে পেলাম না। একজন স্টেশনের কুলি বড়লোকের বাড়ির ছেলের বেশ ধরে নায়িকাকে ‘পটিয়ে’ বিয়ে করে ফেলছে। আর মেয়ের বাবা সব বুঝেও বুঝতে পারছে না। কখনো শ্বশুরকে দ্বন্দ্বে ফেলে দিচ্ছে জামাই, তো কখনো মেয়ে সেজে শ্বশুরের সঙ্গেই ফ্লার্ট করছে সে। ২৫ বছর আগে দেখে ফেলা দৃশ্যগুলো ফিরলেও মুখে হাসি ফুটলো না।

বরুণ ধাওয়ানের কথা যতো কম বলা যায়, ভালো। এই ধরনের ছবি করে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওদের সঙ্গে তিনি কতোদূর পাল্লা দিতে পারবেন, কে জানে। সারা আলি খান অভিনয়টা জানেন। তাই মনে হয় তার এবার বাছাই করে ছবি করার সময় এসেছে।

পরেশ রাওয়াল, জাভেদ জাফরিরা ডুবন্ত নৌকাকে কোনোক্রমে বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু গল্পের গরু গাছে চড়লে তারাই বা আর কী করবেন। ছবির সঙ্গে গানের সিকোয়েন্সের দুর-দুরান্তের কোনো সম্পর্ক নেই।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন