২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান

gbn

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন। সিলেট থেকেই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এ তথ্য জানিয়েছেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, তারেক রহমান পুণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন।

এরপর দেশের বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান।

 

গত শনিবার ঢাকায় একটি হোটেলে তারেক রহমান জানিয়েছেন, বিএনপি ২২ জানুয়ারি থেকে তাদের দলের পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করবে।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এর পরের দিন ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন