রংপুরকে সেরা দলের ‘সার্টিফিকেট’ দিলেন চট্টগ্রাম কোচ

gbn

চট্টগ্রাম রয়্যালসকে শুধু হারায়নি রংপুর রাইডার্স, তাদের প্রধান কোচের কাছ থেকে প্রশংসা পাওয়ার মতো কঠিন কাজটাও করেছে। প্রতিপক্ষের কাছে পরাজয় বরণ পর সাধারণত ফিরতি ম্যাচে দেখা নেওয়ার হুংকার দেন কোচ বা খেলোয়াড়রা। কিন্তু এই জায়গায় ব্যতিক্রম মিজানুর রহমান বাবুল।

রংপুরকে এবারের টুর্নামেন্টের সেরা দল হিসেবে সার্টিফিকেট দিয়েছেন মিজানুর।

প্রতিপক্ষের কাছে ৭ উইকেটে হারার পর সংবাদ সম্মেলনে চট্টগ্রামের কোচ বলেছেন, ‘এই টুর্নামেন্টে যত দল আছে, কাগজে-কলমে রংপুরই সেরা। বাংলাদেশের সেরা খেলোয়াড় নিয়েছে, ফরেন কালেকশনও ভালো।’

 

রংপুর ব্যাট-বলে খুবই শক্তিশালী বলে জানান মিজানুর। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে কিছু বলা যায় না আসলে।

অনেক ভালো দল বানিয়েও অপরাজিত চ্যাম্পিয়ন হব—এমন বলা মুশকিল। তবে তারা খুব ভালো দল। ব্যাটিং, বোলিং দুই দিক থেকেই।’

 

সিলেটে আজ সেরা দলের প্রমাণও দিয়েছে রংপুর।

৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া ফাহিম আশরাফের পেসের তোপে প্রথমে ব্যাটিং করে ১০২ রানে অলআউট হয় চট্টগ্রাম। লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস ও ডেভিড মালান। ২ ছক্কা ও ৪ চারে লিটন যখন ৪৭ রানে আউট হন তখন দলীয় রান দাঁড়ায় ৯১।

 

তবে ফিফটি পেয়েছেন মালান। অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ইংল্যান্ডের সাবেক ব্যাটার।

২ ছক্কা ও ৫ চারে ৫১ রান করেন তিনি। বাঁহাতি ব্যাটারের আগে তাওহিদ হৃদয় (১) আউট হলেও ৩০ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে রংপুর। তাতে জয় দিয়ে বিপিএল শুরু করেছে রংপুর।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন