বিবিটিএ-র ৫৫তম বিজয় দিবস পালন

gbn

মোস্তফা কামাল মিলন, লন্ডন//

“বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস পালন উপলক্ষে ব্রিটিশ বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন (বিবিটিএ) ২০শে ডিসেম্বর, ২০২৫ শনিবার সন্ধ্যে ছ’টায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু হোসেন। উপস্থিত সব শিল্পীর একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের গোড়াপত্তন হয়। আবু হোসেন এতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব‍্য রাখেন। অনুষ্ঠানটি গাঁথা হয়েছিলো, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নৃত‍্য, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধকালীন সময়কার স্মৃতিচারণ এবং স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গান দিয়ে। এতে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আগত অতিথি ও বিবিটিএ-র বেশ কয়েকজন বয়োঃজ‍্যেষ্ঠ সদস‍্য স্মৃতিচারণ করেন। স্মৃতি চারণের ফাঁকে ফাঁকে গাওয়া হয় দেশাত্মবোধক ও অন‍্যান‍্য অন‍্যান‍্য দু-একটি গান। স্মৃতিচারণে অংশ নেন বয়োজ‍্যেষ্ঠ সাংবাদিক ও ঢাকা ইউনিভার্সিটি অ‍্যালামনাই ইন দ্যা ইউ কের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, ঢাকা ইউনিভার্সিটি অ‍্যালামনাই ইন দ্যা ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপদেষ্টা মুহাম্মদ আব্দুর রাকীব, বিবিটিএ-র সাবেক সাধারণ সম্পাদক জামাল চৌধুরী ও জামাল আহমেদ এবং কোষাধ্যক্ষ ও যুগ্ম-সম্পাদক যথাক্রমে মেজবাহ কামাল আহমেদ ও ডঃ রোয়াব উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রধান শিক্ষক আশিদ আলী। নানাভাবে বিবিটিএ-র সহযোগিতায় সর্বদা হস্ত সম্প্রসারিত রাখার জন‍্য জনাব আলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় বিবিটিএ-র তরফে। অনুষ্ঠানে নৃত‍্যে অংশ নেয় উদীচী শিল্পীগোষ্ঠীর কিশোরী নৃত‍্যশিল্পী তোরা, স্নেহা ও আপ্সরা।


গান পরিবেশন করেন অতিথি শিল্পী রাশিদা খান বানু, কাজী কল্পনা, রীপা রাকীব, ইভা আহমেদ, সৈয়দ যোবায়ের ও সৈয়দ তারিক ভ্রাতৃদ্বয় এবং সংগঠনের তরফে মোস্তফা কামাল মিলন, মুজিবুল হক মনি ও কাউন্সিলর সাঈদা চৌধুরী। স্বরচিত কবিতা পাঠ করেন রেহানা রহমান, মেজবাহ কামাল আহমেদ ও অতিথি কবি সালমা বেগম এবং মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মার গবেষণাগ্রন্থ ‘বীরাঙ্গনা কথা’ থেকে বীরাঙ্গনা সন্ধ্যারাণীর অশ্রুত আখ্যান পাঠ করে শোনান অতিথি বাচিক/আবৃত্তি  শিল্পী ও বিশিষ্ট সংবাদ পাঠক মুনিরা পারভিন। তাঁর এ উপস্থাপনা পুরো হল জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
এ আয়োজনের শুরু হতে শেষাব্দী পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক মুনজেরিন রশীদ। এতে রাতের খাবার পরিবেশন করা হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এ ছাড়াও অনুষ্ঠান জুড়ে চা-বিস্কুটের ব‍্যবস্থা ছিলো।
অনুষ্ঠানটির আয়োজন ও সার্থক বাস্তবায়নে অতিথিবৃন্দ, স্কুল কর্তৃপক্ষ ও বিবিটিএ-র সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের যবনিকা টানেন সিরাজুল বাসিত চৌধুরী।”

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন