নিলুফা ইয়াসমীন হাসান//
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের উদ্যোগে লন্ডনের পূর্বাঞ্চলের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশের গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা–বোনের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। সেই ঐতিহাসিক দিন স্মরণে শহীদ মিনারে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, উপদেষ্টা নাজির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মেজবাহ উদ্দিন ইকো, সহসভাপতি নিলুফা ইয়াসমীন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহারুন আহমেদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

পুষ্পার্ঘ্য অর্পণের পর সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, যাদের আত্মত্যাগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় অর্জিত হয়েছে, আজ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
বক্তারা বলেন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে স্বাধীনতার স্বাদ পেয়েছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। বিজয় দিবসে সেই ত্যাগ ও গৌরবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তারা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন