প্রথম ক্রিকেটার হিসেবে রাসেলের বিশ্ব রেকর্ড

gbn

ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল টি-টোয়েন্টিতে গড়েছেন বিশ্ব রেকর্ড। 

শুক্রবার (৫ ডিসেম্বর) আইএল টি-টোয়েন্টিতে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কার মালিক হলেন। আইপিএল থেকে সম্প্রতি খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার।

শুক্রবার (৫ ডিসেম্বর) আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৫০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাসেল। যা তাকে এই বিরল রেকর্ডের চূড়ায় পৌঁছে দেয়। ৫৭৬তম টি-টোয়েন্টি ম্যাচে রাসেলের ক্যারিয়ার পরিসংখ্যান- রান করেছেন ৯ হাজার ৪৯৬, উইকেট শিকার করেছেন ৫০০ এবং ছক্কা মেরেছেন ৭৭২টি।

টি-টোয়েন্টি ক্রিকেটে আলাদাভাবে এই তিনটি মাইলফলক অনেকেই ছুঁয়েছেন, কিন্তু সবকটি তালিকায় রাসেলই একমাত্র ব্যক্তি। বর্তমানে এ পর্যন্ত ১২৬ জন ক্রিকেটার ৫ হাজার বা তার বেশি রান করেছেন, ৬ জন বোলারের ঝুলিতে রয়েছে ৫০০ বা তার বেশি উইকেট এবং ১০ জন ক্রিকেটার ৫০০টি বা তার বেশি ছক্কা মেরেছেন।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই তিনটি মাইলফলক স্পর্শ করা একমাত্র ক্রিকেটার আন্দ্রে রাসেল। 

গত জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকাকে আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন