ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর (ভিসিএস) অ্যাওয়ার্ডস-এর জন্য আপনার পছন্দের পক্ষে এখনই ভোট দিন

gbn

টাওয়ার হ্যামলেটসে আবারও শুরু হয়েছে স্বেচ্ছাসেবী ও কমিউনিটি নায়কদের সম্মান জানানো ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর (ভিসিএস) অ্যাওয়ার্ডস। প্রতিবছরের মতো এবারের আয়োজনেও স্বেচ্ছাসেবী ব্যক্তি ও সংস্থাগুলোর অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া হবে, যারা মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে, কমিউনিটিকে শক্তিশালী করেছে এবং পুরো বরোজুড়ে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বাসিন্দাদের জন্য এটি একটি সুযোগ, তাদের চারপাশের নীরব নায়কদের ভোট দিয়ে সম্মানিত করার। বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন ও ভোট দেওয়া যাচ্ছে: স্বেচ্ছাসেবী অব দ্য ইয়ার, ইয়াং ভলান্টিয়ার, ছোট, মাঝারি ও বড় ভলান্টারি গ্রুপ এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
আগামী বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, টাউন হলে। এ উপলক্ষে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। যারা তাদের সময়, দক্ষতা ও পরিশ্রম দিয়ে কমিউনিটিকে বদলে দিয়েছেন, তাদের সম্মান জানাতে মনোনয়নের সুযোগ এখনই। মনোনয়নের আগে নির্দেশিকা পড়ে তারপর অনলাইনে ফরম পূরণ করে জমা দিতে হবে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে চাইলে আগাম বিনামূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি সংগঠন, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় নেতারা একত্রিত হবেন, যেখানে তাদের অভিজ্ঞতা, সাফল্য ও অনুপ্রেরণামূলক গল্পগুলো শেয়ার করা হবে।
টাওয়ার হ্যামলেটসে প্রতি বছর ভিসিএস অ্যাওয়ার্ডস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কমিউনিটি ও স্বেচ্ছাসেবী খাতে যারা অক্লান্ত পরিশ্রম করেন, তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা যায়। এই অনুষ্ঠান শুধু সম্মাননা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় - এটি মানুষকে আরও সম্পৃক্ত হতে, একসঙ্গে কাজ করতে এবং নতুন উদ্যোগ গড়ে তুলতে উৎসাহিত করে। কমিউনিটিকে শক্তিশালী করার এই ধারাবাহিক প্রচেষ্টাকে সমর্থন করতে কাউন্সিল অঙ্গীকারবদ্ধ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন