অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি করলেন জো রুট

gbn

অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন জো রুট। ব্রিসবেনে চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি করতে রুটের লেগেছে ৪৩৯৬ দিন, ৩০ ইনিংস, ১৬ টেস্ট এবং ১২ বছর। এটি টেস্টে তার ৪০তম সেঞ্চুরি।

এর আগে ২৯ ইনিংস অস্ট্রেলিয়ায় খেলে রুটের সর্বোচ্চ স্কোর ছিল ৮৯। আজ সেই সেঞ্চুরি-খরা কাটল এবং অস্ট্রেলিয়ার মাটিতে হাজার রানও পূর্ণ করলেন।

অ্যাশেজ শুরুর আগে বড় প্রশ্ন ছিল, রুট কি অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে পারবেন? পার্থ টেস্টে তিনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। প্রথম ইনিংসে শূন্য রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে ৮ রান। তবে ব্রিসবেনে তিনি পুরো দৃশ্যপট বদলে দিলেন।

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে রুট একাই নায়ক নন। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ৬টি উইকেট তুলে নিয়েছেন। বেন ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ব্রাইডন কার্স এবং গাস অ্যাটকিনসনকে ফেরিয়েছেন তিনি।

 

 

এই ম্যাচে স্টার্ক পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ড ভেঙে, বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও গড়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)

ইংল্যান্ড- ৩২৫/৯ (৭৪ ওভার); রুট ১৩৫*, ক্রাওলি ৭৬; স্টার্ক ৬-৭১, ১-৪৩ নেসের

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন