লন্ডনের সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল বরোগুলোর একটি হিসাবে টাওয়ার হ্যামলেটস বরোর ভবিষ্যৎ গঠনে আরেকটি বড় পদক্ষেপ নিয়েছে কাউন্সিল। নতুন স্থানীয় পরিকল্পনার (লোকাল প্ল্যান) খসড়া অনুমোদনের পর তা স্বাধীনভাবে পরীক্ষার জন্য সেক্রেটারি অব স্টেটের কাছে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় পরিকল্পনাটি বরোর সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি স্থানিক পরিকল্পনা নথি, যা উন্নয়ন ও প্রবৃদ্ধির দীর্ঘমেয়াদি কৌশলগত ভিশন নির্ধারণ করবে।
পরিকল্পনাটি গৃহীত হলে ভবিষ্যৎ প্ল্যানিং অ্যাপ্লিকেশনগুলোর সিদ্ধান্ত এটির ভিত্তিতে নেওয়া হবে এবং জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত ভিড়, অসমতা কমানোসহ বরোর প্রধান অগ্রাধিকার গুলো পূরণে সহায়তা করবে।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের স্থানীয় পরিকল্পনা একটি ঐতিহাসিক অর্জন, যা লন্ডনে সামাজিক ও সাশ্রয়ী আবাসনের নতুন মান স্থাপন করছে। এটি পরিবারগুলোকে বরোর মধ্যেই রাখতে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের কমিউনিটিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।"
তিনি বলেন, “আমরা আমাদের উন্নয়নের কেন্দ্রে বাসিন্দাদের রাখছি। ৫২,০০০-এর বেশি নতুন ঘর নির্মাণ এবং ৪০% সাশ্রয়ী আবাসনের লক্ষ্য সহ বরো-ব্যাপী ৫০% কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছি আমরা। আমাদের লক্ষ্য হলো সত্যিকারের সামাজিক ও সাশ্রয়ী ভাড়ার ঘরের সংখ্যা ৭০% থেকে বাড়িয়ে ৮৫% করা এবং বড় পরিবার উপযোগী বাড়ি বৃদ্ধি করা, যা এক শয়নকক্ষের ফ্ল্যাটের আধিপত্য কমিয়ে জেন্ট্রিফিকেশনের বিরুদ্ধে সরাসরি লড়াই করবে। এটি লন্ডনের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও পরিবর্তনশীল স্থানীয় পরিকল্পনা গুলোর একটি।”
প্রস্তাবিত পরিকল্পনায় যেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে:
- আবাসন ও সাশ্রয়ী ঘর
- কর্মসংস্থান ও টাউন সেন্টার
- পরিবেশ ও জীববৈচিত্র্য
- নগর নকশা ও সংযোগব্যবস্থা
- কমিউনিটি অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা
এছাড়া বরোর বাড়তে থাকা জনসংখ্যার জন্য নতুন অবকাঠামো নিশ্চিত করতে বৃহৎ উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য সাইটও চিহ্নিত করা হয়েছে।
রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউসবিল্ডিং-এর কেবিনেট মেম্বার, কাউন্সিলর কবির আহমেদ বলেন, “দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ বরোগুলোর একটি হিসেবে আমাদের ভবিষ্যতের জন্য বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করতে হবে। এর অংশ হিসেবে আমরা যেখানে উপযুক্ত সেখানে সুউচ্চ বিল্ডিং জোন খুলে দিচ্ছি, যাতে জমির সর্বোচ্চ ব্যবহার এবং ভালোভাবে নকশাকৃত, কার্যকর উন্নয়ন সম্ভব হয়। আমাদের লক্ষ্য, পরিবারের জন্য ঘর, প্রাণবন্ত কমিউনিটি এবং উচ্চতা ও ঘনত্বের সঠিক ব্যবহার।”
তিনি আরো বলেন, “আমরা বাসিন্দা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অংশীদারের সঙ্গে মিলেই এই পরিকল্পনা তৈরি করব। উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক, সংস্কৃতি-সংবেদনশীল এবং টেকসই। এতে থাকবে সবুজ খোলা জায়গা, তরুণদের জন্য সুযোগ, স্থানীয় পরিচয় সংরক্ষণ এবং ব্যবসার বিকাশের ব্যবস্থা।”
আনুষ্ঠানিক পরীক্ষার প্রক্রিয়া শুরু
খসড়া নতুন লোকাল প্ল্যান বা স্থানীয় পরিকল্পনা জমা দেওয়ার মাধ্যমে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং (লোকাল প্ল্যানিং) (ইংল্যান্ড) রেগুলেশন ২০১২-এর রেগুলেশন ২২ অনুযায়ী আনুষ্ঠানিক পরীক্ষার ধাপ শুরু হয়েছে। একজন স্বাধীন পরিকল্পনা পরিদর্শক জাতীয় পরিকল্পনা নীতি কাঠামোর (এনপিপিএফ) ভিত্তিতে পরিকল্পনাটি ‘‘সাউন্ড’’ এবং আইনগতভাবে সঠিক কিনা তা পরীক্ষা করবেন।
২০২৬ সালের গ্রীষ্মে এই পরিকল্পনা ওপর জনসম্মুখে শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিদর্শকের সুপারিশ অনুযায়ী সংশোধনীতে পরবর্তী পরামর্শ নেওয়া হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে পরিকল্পনাটি ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে গৃহীত হতে পারে।
পরিকল্পনা প্রণয়ন কাজ শুরু হয় ২০২২ সালে এবং এতে উল্লেখযোগ্য কমিউনিটি অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। ২০২৪ সালের প্রথম বৈধ পরামর্শে ১,০০০-এর বেশি মতামত জমা পড়ে। ২০২৫ সালে টল বিল্ডিং (সুউচ্চ ভবন), সাশ্রয়ী আবাসন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অতিরিক্ত কেন্দ্রীভূত পরামর্শও নেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন