লন্ডনে International Maritime Organization – IMO-এর দ্বিবার্ষিক অ্যাসেম্বলি অধিবেশন শুরু আজ

gbn

আজ লন্ডনে International Maritime Organization – IMO-এর দ্বিবার্ষিক অ্যাসেম্বলি অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনের মূল এজেন্ডাগুলোর অন্যতম হলো আগামী দুই বছরের জন্য ৪০ সদস্যের কাউন্সিল নির্বাচন, যেখানে বাংলাদেশ ‘C’ ক্যাটাগরিতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশ্বের ১৭৬টি সদস্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ এ অধিবেশনে অংশগ্রহণ করছেন।

 

বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অধিবেশন চলাকালে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাকিস্তান ও বেলিজের মন্ত্রীদের নেতৃত্বে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সাথে বৈঠকে চট্টগ্রাম ও করাচি বন্দরের মধ্যে নৌবাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। মাননীয় উপদেষ্টা পাকিস্তানের মেরিটাইম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আনোয়ারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, এবং পাকিস্তানি মন্ত্রী পাল্টা আমন্ত্রণ হিসেবে উপদেষ্টাকে পাকিস্তান সফরে আহ্বান জানান। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন।

বেলিজের Minister of Public Utilities, Energy & Logistics মিশেল চেবাটের সাথে বৈঠকেও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ (ship recycling), নৌবাণিজ্য, এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ে বিনিময় হয়। মাননীয় উপদেষ্টা ক্যারিবিয়ান অঞ্চলসহ ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর মেরিন ক্যাডেটদের জন্য চট্টগ্রাম মেরিন একাডেমিতে বাংলাদেশ সরকারের প্রদত্ত উন্মুক্ত বৃত্তির সুযোগের বিষয়টি তুলে ধরেন এবং বেলিজের মন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। বেলিজের মাননীয় মন্ত্রী এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অধিবেশন জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশনে বাংলাদেশ সক্রিয়ভাবে নিজেদের প্রার্থীতা ও ইতিবাচক ভূমিকা তুলে ধরে প্রচারণা পরিচালনা করছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন