ভয় আর নিরাপত্তাহীনতার কারণেই ভারতের এমন হার

gbn

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ১২৪ রানের মামুলি স্কোর তাড়ায়; ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে হেরে যায় ভারত। ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের এমন পরাজয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। 

ইডেন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রান করা দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করতে পারে ১৫৩ রান। আর প্রথম ইনিংসে ১৮৯ রান করা ভারত, ১২৪ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ৯৩ রানে অলআউট হয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এমন লজ্জাজনক হারে ক্ষুব্ধ ভারতীয় সাবেক তারকা ক্রিকেটাররা। নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেছেন, ‘যে খেলোয়াড়রাই মাঠে নামুক না কেন, তাদের মধ্যে ওই ভরসাটা নেই যে কেউ তার পেছনে আছে। সবাই একটা ভয় নিয়ে খেলছে, কেউ স্বাধীনতা নিয়ে খেলছে না।’

নিজের এমন কথার ব্যাখ্যাও দিয়েছেন কাইফ। এ জন্য তিনি টেনেছেন সরফরাজ খান ও সাই সুদর্শনের উদাহরণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত হোয়াইটওয়াশ হলেও সেঞ্চুরি করেন সরফরাজ; কিন্তু অস্ট্রেলিয়ায় পরের সিরিজে দলে জায়গা পাননি। 

একই পরিণতি হয়েছে সাই সুদর্শনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে প্রথম ইনিংসে ৮৭ ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টে একাদশে জায়গা পাননি। 

এই দুই ক্রিকেটারকে নিয়ে তিনি বলেছেন, ‘সেঞ্চুরি করার পরও সরফরাজের জায়গা পাকা হয়নি। সাই সুদর্শনও ৮৭ রান করে পরের ম্যাচে খেলতে পারেনি। আমার মনে হয় দলে অনেক দ্বিধা আছে …। খেলোয়াড়েরা তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখছে না, কেমন একটা শঙ্কায় ভুগছে। এ রকম অবস্থায় যখন এ রকম পিচে খেলবেন, তখন ভালো করতে পারবেন না।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন