বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করব: ট্রাম্প

gbn

এক ডকুমেন্টারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণকে বিকৃতভাবে সম্পাদনা করার ঘটনায় ব্রিটিশ গণমাধ্যম ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। পরিপ্রেক্ষিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি সংবাদ সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা সম্ভবত আগামী সপ্তাহের কোনো এক সময় তাদের বিরুদ্ধে ১০০ কোটি থেকে ৫০০ কোটি ডলারের মামলা করব।’

বিবিসি জানিয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের ভাষণের ওই সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন ভুল ধারণা তৈরি হয়েছিল যে, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছিলেন।

সংস্থাটি ক্ষমা চাইলেও জানিয়েছে, তারা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। এই ঘটনার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন।

আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় কাজটা আমাকে করতে হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখের কথা বদলে দিয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিষয়টি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে উত্থাপন করেননি। তবে স্টারমার তার সঙ্গে কথা বলতে চেয়েছেন এবং ট্রাম্প সপ্তাহান্তে তাকে ফোন করবেন।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারা জানিয়েছিলেন, সংস্থাটি যদি বক্তব্য প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ না দেয়, তবে তাদের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা করা হবে।

তবে আদালতের পাবলিক রেকর্ড অনুসন্ধান করে দেখা গেছে, এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।

ট্রাম্পের একটি রেকর্ড করা সাক্ষাৎকার শনিবার জিবি নিউজে প্রচারিত হয়। এতে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই কাজ করছি, কিন্তু এমন কিছু কখনও দেখিনি। এটা সবচেয়ে জঘন্য। আমার মনে হয় এটা সিবিএস ও সিক্সটি মিনিটস-এর কমালা-কাণ্ডের চেয়েও খারাপ ছিল।’

চলতি বছরের জুলাইয়ে মার্কিন মিডিয়া কোম্পানি প্যারামাউন্ট গ্লোবাল সাবেক ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসের একটি সাক্ষাৎকার সংক্রান্ত আইনি বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাম্পকে ১ কোটি ৬০ লাখ ডলার দিতে সম্মত হয়েছিল। 

 

 

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটা করা আমার নৈতিক দায়িত্ব। আপনি যদি এটি না করেন, তবে অন্য মানুষের সাথে এটি পুনরায় ঘটা বন্ধ করতে পারবেন না।’

ডেইলি টেলিগ্রাফ ২০২২ সালে নিউজ নাইট অনুষ্ঠানে প্রচারিত একইভাবে সম্পাদিত দ্বিতীয় একটি ক্লিপ প্রকাশ করার কয়েক ঘণ্টা পর বিবিসি ক্ষমা চায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিবিসি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের ভাষণের সম্পাদনা নিয়ে সমালোচনার পর ‘প্যানোরামা’ অনুষ্ঠানটি পর্যালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা স্বীকার করছি, আমাদের সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন ধারণা তৈরি হয়েছিল যে আমরা ভাষণের বিভিন্ন অংশ থেকে খণ্ডচিত্র না দেখিয়ে একটি একক, নিরবচ্ছিন্ন অংশ দেখাচ্ছিলাম। এর ফলে এই ভুল ধারণা তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন।’

বিবিসির একজন মুখপাত্র এই সপ্তাহে বলেন, ‘ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদনা করা হয়েছে, তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখিত হলেও আমরা দৃঢ়ভাবে মনে করি যে এটি মানহানির মামলার কোনো ভিত্তি হতে পারে না।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন