ভারতীয় বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগের গড়া একটি রেকর্ড ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ২৪ বলে ২৭ রান করে আউট হন পন্ত। ২৭ রানের ইনিংস খেলার পথে দুটি করে চার এবং ছক্কা হাঁকান পন্ত।
বীরেন্দর শেহবাগ ৪৭ টেস্টে ৮৩ ইনিংসে ৯২টি ছক্কার হাঁকান। ৯০ ছক্কা নিয়ে আজ কলকাতা টেস্টে ব্যাট করতে নামেন পন্ত। তার ওপরে ছিলেন কেবল শেহবাগ। সাবেক ওপেনার মেরেছেন ৯১টি ছয়। এজন্য ১০৪ টেস্টের ১৮০ ব্যাট করেছেন তিনি। আজ ব্যাট করতে নেমে দুটি ছক্কা মেরে শেহবাগকে ছাড়িয়ে যান পন্ত।
সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় ছয় নম্বরে আছেন পন্ত। সবার ওপরে আছেন ইংলিশ তারকা বেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়কের নামের পাশে শোভা পাচ্ছে ১৩৬টি ছয়।
১০৭টি ছক্কা মেরে দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। ১০০টি ছক্কা হাঁকিয়ে তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন