ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময়

gbn

লন্ডনঃ লন্ডনে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বকারী সাংবাদিক  সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে লন্ডন বারো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনিত মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময় অনুষ্টিত হয়েছে। গতকাল  ১৩ নভেম্বর ২০২৫  বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বলন্ডনের হোয়াইট চ্যাপেলের পিউর চা-ই কাফের কনফারেন্স হলে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউকে রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট মোঃ সাজিদুর রহমান।  সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু ও সাংবাদিক সেজু মিয়ার যৌথ পরিচালনায়  মতবিনিময় সভায় উপস্থিত সাংবাকিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টাওয়ার হ্যামলেট এর লেবার দলীয় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম।
 
মত বিনিময় সভায়  অন্যান্যদের মধ্যে মেয়র প্রার্থির  সাথে আরো উপস্থিত ছিলেন   ক্যাম্পেইন টিমের সদস্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পীকার খালিস উদ্দিন আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর লিলু তালুকদার, কাউন্সিলর শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, সাবেক কাউন্সিলর ছাদ চৌধুরী, বেথনালগ্রিন ও স্টেপনী সিএলপি চেয়ার আমিনা আলী, লেন্সবারী ওয়ার্ডের চেয়ার আনছারুল হক, হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বিএএমই সাবেক চেয়ার ড. আনিছুর রহমান আনিছ প্রমুখ।

 


 
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মধ্যে উপস্থিত থেকে মেয়র প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করেন  সংগঠনের সাবেক তিন প্রেসিডেন্ট মতিয়ার চৌধুরী, ড. আনসার আহমেদ উল্লাহ ও মোঃ শাহেদ রাহমান। সাবেক সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহসভাপতি সাহেদা রহমান, সহসভাপতি জুবায়ের আহমেদ, যুগ্নসম্পাদক মির্জা আবুল কাশেম, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি এ রহমান ওলি, আব্দুল বাছির, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ডা. রেজাউল করিম রেজা, আহাদ চৌধুরী বাবু, জি আর সোহেল, আব্দুল মুমিন ও শিপন মিয়া প্রমুখ ।
 
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে টাওয়ার হ্যামলেট্স এর লেবার দলীয় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বলেন আমি সুন্দর, শান্তিময়, টাওয়ার হ্যামলেট্স এর ঐতিহ্য ফিরিয়ে আনতে আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। এরজন্য মিডিয়াসহ সকলের সহযোগিতা চাইতে আজকের এই মত বিনিময়। আমার বিশ্বাস আপনারা আমার পাশে থাকলে সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন