সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের বিশ্ব রেকর্ড। বিশ্বের এক নম্বর তাড়কা রজার ফেদেরারকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন জোকোভিচ।
এথেন্সে ১০১তম এটিপি খেতাব জিতে ভেঙে দিলেন রজার ফেডেরারের একটি বিশ্বরেকর্ড। পেশাদার টেনিসে হার্ড কোর্টে সবচেয়ে বেশি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন সার্বিয়ান তারকা।
হেলেনিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে লোরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে প্রথম সেট ৪-৬ ব্যবধানে হেরে যান জোকোভিচ। কিন্তু হাল ছাড়েননি। পরের দুটি সেট ৬-৩, ৭-৫ ব্যবধানে জিতে নেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি।
১০১তম এটিপি খেতাব জেতার পাশাপাশি ভেঙে দিলেন ফেডেরারের একটি রেকর্ড। হার্ড কোর্টে টেনিস জীবনের ৭২তম খেতাব জিতলেন জোকোভিচ। টপকে গেলেন রজার ফেদেরারকে। তিনি হার্ড কোর্টে ৭১টি খেতাব জিতেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে আগাসি। আমেরিকার প্রাক্তন খেলেয়োড় হার্ড কোর্টে জিতেছেন ৪৬টি খেতাব।
৩৮ বছর পাঁচ মাস বয়সে এথেন্সের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। এত বেশি বয়সে পেশাদার খেতাব জেতার ক্ষেত্রেও নজির গড়েছেন তিনি। ১৯৭৭ সালে কেন রোজওয়েল এর চেয়েও বেশি বয়সে পেশাদার খেতাব জিতেছিলেন। নজির গড়লেও বছরের শেষে এটিপি ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জোকোভিচ।
তিনি বলেছেন, আমার খুব খারাপ লাগছে। বছরের শেষ প্রতিযোগিতায় খেলতে পারব না। একটা চোট রয়েছে। সেটা সারিয়ে ফেলতে হবে। তাই এটিপি ফাইনাল থেকে সরে দাঁড়াতে হচ্ছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন