সোহান ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

gbn

অস্ট্রেলিয়ার কাছে হেরে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের মূল শিরোপা জেতার আশা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে টুর্নামেন্ট শেষ হয়নি। অজিদের কাছে ধসে যাওয়ার জ্বালা বাংলাদেশ মেটাল দক্ষিণ আফ্রিকার ওপর দিয়ে। প্লেট সেমিফাইনালে তাদের হারিয়েছে ২৫ রানে। তাতে প্লেট ফাইনালে চলে গেছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করে বাংলাদেশ ঝড় তোলে রীতিমতো। ২১ বলে ৮৫ রানের জুটি গড়েন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। ১৩ বলে ৫৪ রান করে বাধ্যতামূলক অবসরে যেতে হয় সোহানকে। জিসান আউট হন ৭ বলে ২৪ রান করে। অধিনায়ক আকবর অবশ্য তাল মেলাতে পারেননি, ৬ বলে করেছেন ৫ রান। শেষ দিকে ৮ বলে ২৭ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে বাংলাদেশ।

জবাবে ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে প্রোটিয়ারা। তাদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আব্দুল্লাহ বায়োমি। ফন স্কাভিচ করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান। দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি ও জিসান আলম। আকবর আলি একটি উইকেট নেন, রকিবুল হাসানও একটিই উইকেট পেয়েছেন।

বাংলাদেশ প্লেট ফাইনাল খেলবে হংকংয়ের বিপক্ষে। কিছুক্ষণ পরই শুরু হবে এই ম্যাচ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন