বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা মাঠে গড়াবে আগামী বছর। তবে ম্যাচটি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার এই লড়াইটি এখন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ, শুক্রবার।
এর আগে ম্যাচটি নির্ধারিত ছিল ২৮ মার্চ। ফিফা জানিয়েছে, এক দিন এগিয়ে আনার মূল উদ্দেশ্য হলো ম্যাচটির মর্যাদা আরও বাড়ানো এবং পুরো আয়োজনকে একটি বড় ফাইনালের আবহ দেওয়া।
এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে ২০২২ বিশ্বকাপের ফাইনালও হয়েছিল। তবে স্পেন যদি সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত না করতে পারে, তাহলে তাদের অংশগ্রহণ বাতিল হবে। এমন পরিস্থিতি তখনই ঘটবে, যদি লা রোহারা জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে যায়।
স্পেন ফুটবল ফেডারেশন ইতোমধ্যে মার্চ উইন্ডোতে দ্বিতীয় একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। তারা দোহা বা আশপাশের কোনো দেশে ম্যাচটি আয়োজন করতে চায়, যাতে সফরটি আরও কার্যকর হয়।
এই ম্যাচ নিয়ে মিলেছে আরও এক নতুন তথ্য। ফিনালিসিমা ম্যাচটিতে দুই দলই তাদের নতুন অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে। অ্যাডিডাস তৈরি এই নতুন কিটে স্পেন খেলবে সাদা জার্সিতে, আর আর্জেন্টিনা পরবে কালো পোশাক।
ডিসেম্বরের ৫ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ড্রয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত হতে পারে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কাতারের নাম আছে স্পেনের বিবেচনায়।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন