রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক ছাড়া বিকল্প নেই
কে এম আবু তাহের চৌধুরী ||
গত ৪ঠা নভেম্বর মঙ্গলবার ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনেল ওসমানী ইন্টারন্যাশনেল এয়ারপোরটের উদ্যোগে সিলেটবাসীর প্রতি বৈষম্য দূরীকরন ,যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন ,আধুনিক ট্রেন চালু ও ওসমানী বিমান বন্দর থেকে অবিলম্বে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটী কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয় । সংগঠণের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ রবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন -সংগঠণের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কোরেশী ,হাজী মোহাম্মদ হাবিব ,মাওলানা সৈয়দ নায়ীম আহমদ ,এডভোকেট শফিক উদ্দিন আহমদ ,হাফিজ হোসাইন আহমদ ,সাংবাদিক খালেদ মাসুদ রনি ,আফসর মিয়া ছুটু ,আলহাজ্ব নুর বক্স ,অধ্যাপক আব্দুল হাই ,মুহি মিকদাদ ,মহিউদ্দিন আলমগীর ,হাজী ফারুক মিয়া ,শেখ ইস্তাব উদ্দিন আহমদ ,আব্দুল মুকিত ,শাহ চেরাগ আলী ,শাহ এনায়েত করিম ,মতিউর রহমান ,মাষ্টার আশরাফ চৌধুরী ,হাজী সুরুক মিয়া ,হুকুমদাদ খান ,সিরাজ মিয়া ,আবুল হোসেন , শাহীন চৌধুরী ,মোহাম্মদ ইসলাম প্রমুখ । সভায় সিলেটবাসীর বৈষম্যের বিরুদ্ধে সিলেট ,ঢাকা ,আমেরিকা ,যুক্তরাজ্যসহ দেশে বিদেশের সকল আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা হয় ।সভায় বক্তারা বলেন যে -সিলেটবাসীর পিঠ দেওয়ালে লেগে গেছে ।এই মুহুর্তে যুক্তরাজ্য থেকে দুই সপ্তাহের জন্য রেমিট্যান্স বন্ধ ,বাংলাদেশ বিমান বয়কট এবং দেশে অবরোধ ও হরতাল কর্মসুচী ঘোষণা করতে হবে । বক্তারা বলেন -২৩ বছর ধরে ওসমানী বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর করা হয়েছে ।কিন্তু বিদেশী কোন এয়ারলাইনকে ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হচ্ছে না ।আগামী ডিসেম্বরে বিমানের লণ্ডন -সিলেট রুটে রিটার্ন ভাড়া ১২০০ থেকে ১৫০০ পাউণ্ড ।এটা সিলেটীদের শোষণ করার নামান্তর ।তাই দেশে বিদেশে বন্চনার বিরুদ্ধে কঠোর কর্মসূচী ঘোষণা করতে হবে ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন