কে এম আবু তাহের চৌধুরী ||
আন্তর্জাতিক চিত্র শিল্পী ও মানবাধিকার কর্মী ডঃ শহিদুল আলম বলেছেন যে -প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা গার্মেন্টস থেকে বেশী আয় করে ।সেই প্রবাসীদের সবচেয়ে বেশী অবহেলা করা হয় ।বাংলাদেশ সরকারের সবচেয়ে উচিত হলো , প্রবাসী শ্রমিকদের মূল্যায়ন করা ।তাহলে দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে । গত ২৮ অক্টোবর মঙ্গলবার ডঃ শহিদুল আলমের সম্মানে বৃটিশ বাংলাদেশ কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রির উদ্যেগে পূর্ব লণ্ডনের গ্রেটারক্স স্ট্রীটে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন ।সংগঠণের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে ও সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন - সংগঠণের ডাইরেক্টর ও সাবেক সভাপতি বশির আহমদ ,বিশিষ্ট সাংবাদিক মুহিব চৌধুরী ,বিশিষ্ট সাংবাদিক তাইছির মাহমুদ ,সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ,শাহনুর আহমদ খান ,আবুল কালাম আজাদ ,মিসবাহ চৌধুরী ,সাংবাদিক সাঈদ চৌধুরী ,মোহাম্মদ আব্দুর রব প্রমুখ । বক্তারা -নিজের জীবন বাজি রেখে ফিলিস্তিনী গণহত্যার বিরুদ্ধে ফ্লোটিলা জাহাজে গিয়ে তাঁর প্রতিবাদ করায় অশেষ ধন্যবাদ জানান এবং বিশ্বজয়ী বীর ও গাজি হিসাবে উল্লেখ করেন ।তারা -ডঃ শহীদুল আলমকে জাতির বিবেক ও কন্ঠস্বর বলে অভিহিত করেন । সম্বর্ধিত অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন যে -বাংলাদেশীরা লড়াকু ,বাংলাদেশীরা সাহসী ও সৎ তা বিশ্ববাসীকে দেখাতে আমি গণহত্যার প্রতিবাদ করেছিলাম ।পাশ্চাত্য নগ্নভাবে গণহত্যকে সমর্থন দিয়ে তা জিইয়ে রেখেছিল ।আমরা শত শত মানবাধিকার কর্মী ,সংবাদ কর্মী ,স্বাস্থ্য কর্মী সরাসরি গিয়ে তার প্রতিবাদ করেছি ।নির্যাতন সহ্য করেছি ।সকল অন্যায় ,নিপিড়ন ,নির্যাতন ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এভাবে দাঁড়াতে হবে ও প্রতিবাদ করতে হবে ।কারন কেউ মেরুদণ্ড সোজা করে দাঁড়ালে নিপিড়করা ভয় পায় ।আমরা যখন সত্য কথা বলব তখন আর স্বৈরাচার থাকবেনা ।আমরা নীরব থাকলে স্বৈরাচার আরো নিপিড়ন করবে ।
তিনি আরো বলেন -আমরা গিয়েছিলাম অন্যায়ের প্রতিবাদ করতে ।আমরা যদি কোন অন্যায়ের প্রতিবাদ না করি তাহলে মানুষ হিসাবে কিভাবে নিজকে দাবী করব ।সংবিধান ও ধর্ম বলে ,আমরা নিপিড়ীত মানুষের পাশে থাকব ।অর্থের লোভে আমরা নিজের দেশকেও বিক্রি করে দিতে দ্বিধা বোধ করি না । ডঃ শহীদুল আলম তাঁর দীর্ঘ বক্তব্যে আরো বলেন যে -প্রবীনরা নবীনদের চালাতে হবে ।১৮ কোটি মানুষকে উজ্জীবিত করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে ।যেখানে ভাল আছে ভাল বলতে হবে ,যেখানে খারাপ কাজ খারাপ বলতে হবে ।নিজের আগে দলের আগে দেশকে ভালবাসতে হবে । বাংলাদেশের অতীত সরকারের সমালোচনা করে তিনি বলেন -এরশাদ সরকারের আমলে ,বিএনপি সরকারের আমলে ও শেখ হাসিনা সরকারের আমলে আমি কম বেশী নির্যাতিত হয়েছি ।আমার কথায় কোন ভেজাল ছিল না এজন্য গ্রেফতার করা হয়েছে ।নির্যাতন করা হয়েছে ।আমরা অতি সহজে অর্থের লোভে নিজকে বিকিয়ে ফেলি ।আমাদের দেশে অনেক ব্যবসায়ীরা চুরি করে লাইসেন্স নিয়েছে ।ব্যাসায়ীরা জাতির হৃৎপিণ্ড।দেশের উন্নয়নে ব্যাবসায়ীদের ভূমিকা রাখা দরকার । বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন -শিক্ষা ব্যবস্থাকে দলীয় করন করা হয়েছে ।শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে ।যা সহজে ঠিক করা যাবে না । রাজনীতি সম্পর্কে তিনি বলেন- রাজনীতিবীদরা যাতে সোজা থাকে তার জন্য আমাদের কাজ করতে হবে ।এই বৃটেনেও বাংলাদেশীরা দ্বিতীয় শ্রেনীর নাগরিক ।তাই রাজনীতিবিদদের ডমিনেন্ট ভাঙতে হবে ।আমাদের দেশ চালায় সবচেয়ে অদক্ষ ও অকর্মণ্য ব্যাক্তি ।সবচেয়ে দক্ষ মানুষ দিয়ে দেশ চালাতে হবে ।আমাদের মায়েরা পরিবারে খুব ভাল ম্যানেজার ।মায়েরা মাইক্রো ম্যানেজমেন্ট করেন ।তারা স্বামীকে ম্যানেজ করেন ,সন্তানদের ম্যানেজ করেন ও সংসার ম্যানেজ করেন ।তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে । পরিশেষে তিনি বলেন -আমরা দেশের কল্যানে বর্তমান সরকার ও পরবর্তী সরকারের উপর চাপ রাখব ।অন্যায়ের বিরুদ্ধে সব সময় আমাদের সোচ্চার থাকতে হবে ।
সভায় ডঃ শহীদুল আলমকে বিবিসিআই এর পক্ষ থেক্ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ।সভায় সংগঠণের বিভিন্ন ডাইরেক্টরস ,সদস্য সাংবাদিক ও সুধীরা উপস্থিত ছিলেন ।
 
                            
                             
                                                                                                
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন