সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ

gbn

সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিল বাংলাদেশ। আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার উজাইরুল্লাহ নিয়াজাইয়ের সেঞ্চুরির বিপরীতে সেঞ্চুরি হাঁকালেন কালাম সিদ্দিকী। তার শতক আর রিজান হোসেনের ফিফটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে শুরু করেছে বাংলাদেশ।

বগুড়ায় প্রথম ওয়ানডেতে আজ ডিএলএস পদ্ধতিতে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

এতে হাসিমুখে ঘরে ফিরেছে খেলা দেখতে আসা বাংলাদেশের সমর্থকরা। কেননা প্রায় ১৬ বছরের অপেক্ষা শেষে আজ যুব দলের ম্যাচটি দিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে শহীদ চান্দু স্টেডিয়ামে। ম্যাচটি দেখতে হাজারো মানুষের ঢল নামে স্টেডিয়ামে। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।

 

২৬৬ রান তাড়া করার শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের যুবাদের। দলীয় ৬০ রানে ৩ ব্যাটার হারিয়ে বসে। টপ অর্ডার ব্যর্থ হলেও চতুর্থ উইকেটে ১৩৯ রানের দুর্দান্ত এক জুটি গড়ে বাংলাদেশের জয়ে পথ সহজ করেন কালাম ও রিজান। যুব ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করার পর পরেই অবশ্য আউট হন কালাম।

 

কালাম ১১ চারে ১০১ রানে আউট হলেও জয়ের বাকি কাজটুকু সারেন রিজান-মোহাম্মদ আব্দুল্লাহ। দলীয় রান যখন ৪ উইকেটে ২৩১ দাঁড়ায় ঠিক তখনি আম্পায়ারদ্বয় জানান আলোকস্বল্পতার কারণে ম্যাচ চালানো আর সম্ভব নয়। এতে বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য ২২৭ হলে ৫ রানের জয় পায় অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দল। রিজানের ৭৫ রানের বিপরীতে ১২ রানে অপরাজিত থাকেন আব্দুল্লাহ। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ওয়াহিদুল্লাহ জাদরান।

 

কালাম সেঞ্চুরি করলেও ম্যাচসেরা হয়েছেন ইকবাল হোসেন ইমন। বগুড়ায় আগুন ঝড়িয়েছেন তিনি। একাই ৫৭ রান খরচ করে ৫ উইকেট নিয়ে। তার তোপেই পরে বড় সংগ্রহ পায়নি আফগানিস্তান। অন্যথা, ২৬৫ নয়, আরো বড় লক্ষ্য দিতে পারত সফরকারীরা।

আফগানদের এই সংগ্রহটা এনে দিয়েছেন নিয়াজাই। ইমনদের বিপক্ষে একাই লড়াই করেছেন তিনি। ইনিংসের অর্ধেকের বেশি রান একাই করেছেন ১৮ বছর বয়সী ব্যাটার। অপরাজিত ছিলেন ১৪০ রানে। ইনিংসটি সাজান ১৬ চার ও ১ ছক্কায়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন