হেনড্রিকস-বশের ঝড়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

gbn

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় দিয়ে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে প্রোটিয়ারা ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকদের।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন ওপেনার রিজা হেনড্রিকস। তার ৪০ বলে ৬০ রানের ইনিংসের ওপর ভর করে দলটি ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৯৪ রান।

ইনিংসের শুরুতে কুইন্টন ডি কক খেলেন ১৩ বলে ২৩ রানের ছোট কিন্তু ঝোড়ো ইনিংস। এরপর টি-টোয়েন্টি অভিষিক্ত টনি ডি জর্জি মাত্র ১৬ বলে করেন ৩৩ রান। অলরাউন্ডার জর্জ লিন্ডেও খেলেন ২২ বলে ৩৬ রানের কার্যকর ইনিংস।

 

পাকিস্তানের হয়ে বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ বল হাতে ছিলেন কার্যকর।

তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩টি উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ওপেনার সাইম আয়ুব ২৮ বলে ৩৭ রান করলেও অন্য প্রান্তে ছিল ধারাবাহিক উইকেট হারানোর মিছিল। ইনজুরির পর টি-টোয়েন্টিতে ফেরাটা সুখকর হলো না বাবর আজমের।

করবিন বশের বলে কভারে রিজা হেনড্রিকসের হাতে ক্যাচ দিয়ে দুই বলেই শূন্য রান করে সাজঘরে ফেরেন বাবর।

 

দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ ছিলেন ম্যাচের নায়ক। তিনি ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ক্যারিয়ারসেরা ৪ উইকেট। স্পিনে জর্জ লিন্ডে ৩১ রান খরচায় পান আরো ৩ উইকেট।

শেষ পর্যন্ত পাকিস্তান গুটিয়ে যায় ১৩৯ রানে, ফলে দক্ষিণ আফ্রিকা পায় ৫৫ রানের দাপুটে জয়।

 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুক্রবার (৩১ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত হবে, এবং একই ভেন্যুতে শনিবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন