সৌম্যের ব্যাটে ১৫০ রান দেখতে চেয়েছিলেন বিসিবি সভাপতি

gbn

ক্যারিয়ারসেরা ১৬৯ রানের ওয়ানডে ইনিংসটি প্রায় দুই বছর আগে খেলেছিলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে খেলা সেই ইনিংসটি তার ক্যারিয়ারের একমাত্র ১৫০ রানের ইনিংস। 

মিরপুরে আজ তেমনি একটি ইনিংস দেখার অপেক্ষায় ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এই ইচ্ছার কথা আজ সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেছেন, ‘আমরা আউট হই স্ট্রাগল করতে করতে অথবা আনন্দে। ৯১ রানে আউট হয়ে যাওয়া… ক্যারি করলে ১৫০ হতে পারত। তবে সৌম্য ভালো শুরু এনে দিয়েছে।’

 

আমিনুলের এমন চাওয়ায় নিশ্চিতভাবেই সৌম্যর আফসোস আরো বাড়িয়ে দিচ্ছে।

সেঞ্চুরিই তো করতে পারেননি বাঁ-হাতি ওপেনার। আকিল হোসেনের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ৯১ রানে ক্যাচ দিয়েছেন তিনি। ৭ চার ও ৪ ছক্কায় যখন মাঠ ছাড়ছিলেন তার মুখায়বে স্পষ্টতই হতাশার ছাপ পাওয়া যাচ্ছিল। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়ার জন্য যে যথেষ্ট বল বাকি ছিল।

কিন্তু ছক্কা মারতে গিয়ে ইনিংসটির ‘মৃত্যু’ ডেকে আনলেন তিনি।

 

তবে দুর্দান্ত ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দলে ফিরে রান পাওয়ায় তাকে আত্মবিশ্বাস জোগাবে বলে জানিয়েছেন আমিনুল। তিনি বলেছেন, ‘সৌম্য তো অলওয়েজ টেলেন্টেড ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেব তাকে কন্টিনিউ করেছে।

সিলেকশন এমন এক জিনিস, এক ম্যাচ খারাপ করার পরেই ড্রপ করে দেওয়া যায়। ধারাবাহিকতা থাকায় সৌম্যর আত্মবিশ্বাস পাওয়ার পেছনে কাজ করেছে।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন