পাকিস্তানের হামলায় তিন ক্রিকেটারের মৃত্যুতে রশিদ-নবীদের ক্ষোভ

gbn

পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গন। দেশটির অধিনায়ক রশিদ খানসহ শীর্ষ ক্রিকেটাররা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং জাতীয় মর্যাদার স্বার্থে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

এই হামলায় পাকতিকা প্রদেশের আরঘুন জেলার শরানা শহরে প্রীতি ম্যাচ খেলতে যাওয়া স্থানীয় তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ ও হারুন নিহত হন।

এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে রশিদ খান ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলাকে ‘অমানবিক ও বর্বরতা’ বলে মন্তব্য করেছেন।

রশিদ লিখেছেন, ‘আফগানিস্তানে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় নারী, শিশু এবং এমন তরুণ ক্রিকেটাররা নিহত হয়েছেন, যারা একদিন নিজেদের দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিল।’

 

তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ অনৈতিক ও বর্বরতা। এই অন্যায় ও অবৈধ কর্মকাণ্ড মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

 

রশিদ আরো জানান, পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে সরে দাঁড়ানোর এসিবির সিদ্ধান্ত তিনি স্বাগত জানাচ্ছেন, কারণ ‘জাতীয় মর্যাদা’ সব কিছুর ঊর্ধ্বে। ‘নিরীহ প্রাণ হারানোর এই মুহূর্তে আমি এসিবির সিদ্ধান্তকে স্বাগত জানাই। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো থেকে সরে দাঁড়ানো সঠিক সিদ্ধান্ত। আমরা এই কঠিন সময়ে আমাদের জনগণের পাশে আছি, আমাদের জাতীয় মর্যাদা সবার আগে,’ তিনি যোগ করেন।

 

 

আফগান পেসার ফজলহক ফারুকি ফেসবুকে লিখেছেন, ‘নিরীহ মানুষ ও আমাদের স্থানীয় ক্রিকেটারদের হত্যাকাণ্ড এক ভয়াবহ ও ক্ষমার অযোগ্য অপরাধ।’

সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, ‘এটি শুধু পাকতিকার নয়, পুরো আফগান ক্রিকেট পরিবার এবং পুরো জাতির জন্যই এক মর্মান্তিক ঘটনা।’

উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজও শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের দেশের কয়েকজন খেলোয়াড়কে নির্মম শত্রুরা শহীদ করেছে। মহান আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আমাদের জাতির চিরশত্রুদের লাঞ্ছিত করুন।’

উল্লেখ্য, ত্রিদেশীয় টি২-টোয়েন্টি সিরিজটি আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত মাসে সিরিজটির আয়োজন করেছিল, যেখানে আফগানিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পর আফগানিস্তান সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন