ফিফার বর্ষসেরা খেলোয়াড় লেভানডোভস্কি

জিবিনিউজ 24 ডেস্ক //

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফার ২০২০ সালের বর্ষসেরা খেলোয়াড় তথা ‘দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার রবার্ত লেভানডোভস্কি। পোল্যান্ডের ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার প্রথমবারের মতো জিতলেন মর্যাদাকর এই পুরস্কার।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে জুরিখে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে লেভানডোভস্কির নাম ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফাতিনো। তিনি লেভানডোভস্কির হাতে সেরার ট্রফি তুলে দেন। ভার্চুয়াল এই আয়োজনে ফিফা সভাপতি লেভানডোভস্কিকে নিয়ে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন।

 

গেল মৌসুমে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল লেভানডোভস্কির। তার পারফরম্যান্সে ভর করে অপরাজিত থেকে ৭ বছর পর বায়ার্ন মিউনিখ জিতেছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের হয়ে গেল আসরে সর্বোচ্চ ১৫ গোল করেন পোল্যান্ডের এই তারকা। আর জার্মান বুন্দেসলিগায় করেন ৩৪ গোল।

২০১৯-২০ মৌসুমে বায়ার্নের হয়ে ট্রেবল জয় ও সব ধরনের প্রতিযোগিতায় ৪৭ ম্যাচে ৫৫ গোল করে লেভানডোভস্কি ফিফা দ্য বেস্ট হওয়ার দৌড়ে রীতিমতো এগিয়ে ছিলেন। অনুমিতভাবে বৃহস্পতিবার রাতে তার হাতেই উঠলো এই পুরস্কার।

২০২০-২১ মৌসুমেও রীতিমতো উড়ছেন পোলিস এই ফুটবলার। বুধবার বুন্দেসলিগায় দ্বিতীয় দ্রুততম ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এই মৌসুমে ১১ লিগ ম্যাচ খেলে ইতোমধ্যে ১৫ গোল করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন