ইহুদিদের ক্ষতি করতে চাইলে ব্রিটেন ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে : স্টারমার

gbn

ইহুদিদের ক্ষতি করতে চাইলে ব্রিটেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ কারণে তিনি তার দেশের ছাত্রদের আজ ৭ অক্টোবর ইসরায়েলে হামলার দ্বিতীয় বার্ষিকীতে ফিলিস্তিনপন্থী প্রতিবাদে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

টাইমস পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে স্টারমার বলেছেন, আজ ৭ অক্টোবরের নির্মম ঘটনার বার্ষিকীতে ছাত্ররা আবারও প্রতিবাদ করার পরিকল্পনা করছে। এটি আমাদের দেশের চরিত্র নয়।

অন্যদের প্রতি এতটা অসম্মান দেখানো ব্রিটিশদের জন্য শোভা পায় না। আর সেটি যদি হয় আবার ইহুদিদের বিরুদ্ধে।

 

স্টারমার জোর দিয়ে বলেছেন, ব্রিটেন সব সময় ‘ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করতে চাইলে তাদের বিরুদ্ধে দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে। আমাদের ইহুদি সম্প্রদায়গুলো আমাদের দেশেই, আমাদের রাস্তাতেই ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ সহ্য করেছে।

এটি খুবই দুঃখজনক।

 

উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের হামলার দুই বছর পূর্ণ হলো। সেই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে বন্দি করা হয়। হামলার পরপরই ইসরায়েল গাজায় বিমান হামলাসহ সব ধরনের হামলা শুরু করে।

এই ঘটনার ২৪ মাস পরও গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 

 

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ গাজার ১৬০ জন নিহত হয়েছে। অধিকাংশ মানুষ পুনরায় বাস্তুচ্যুত হয়েছে এবং ৯০%-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে যুদ্ধে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র তৈরি করা কঠিন হয়েছে। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিদেশি মিডিয়াকে গাজার ভেতরে প্রবেশ করতে দেয়নি ইসরায়েল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন