দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। যেখানে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অঞ্চলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তাই তাদের সামনে এখন মূল লক্ষ্য—বিশ্বকাপের প্রস্তুতি। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তাই প্রস্তুতি সারতে প্রীতি ম্যাচ খেলতে নামছে দুই দল।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১১ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। ভেনেজুয়েলা অবশ্য ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। এই ম্যাচের পর দুই দিন বিরতি নিয়ে ১৪ অক্টোবর শিকাগোয় পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে দ্বিতীয় প্রীতি ম্যাচটি।
অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলও খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামবে সেলেসাওরা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এই ম্যাচের তিন দিন পর ১৪ অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।
এ দুটি ম্যাচের জন্য ১ অক্টোবর ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ আনচেলত্তি। ইনজুরির কারণে এবার দলে নেই নেইমার। তবে দলে ফিরেছেন রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন