সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু, ভারতজুড়ে সফর স্থগিত করলেন বিজয়

gbn

নিজ রাজনৈতিক দলের জনসভায় পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে ভারতজুড়ে সফর স্থগিত করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের দল তামিলাগা ভেত্ত্রি কাজাগমের (টিভিকে) জনসভায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১ অক্টোবর) দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ঘোষণায় বলা হয়, প্রিয়জনদের হারানোর বেদনা ও শোকে আচ্ছন্ন থাকায় টিভিকে প্রধানের আগামী দুই সপ্তাহের জনসভা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। পরবর্তীসময়ে এই সভাগুলোর নতুন তারিখ জানানো হবে।

 

এদিকে, পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৫১ বছর বয়সী এই অভিনেতা। এরই মধ্যে হামলার আতঙ্কে বাড়ানো হয়েছে তার নিরাপত্তা।

পুলিশ জানিয়েছে, শনিবারের জনসভায় প্রায় ৩০ হাজার মানুষ জড় হয়ছিল এমন এক স্থানে, যার ধারণক্ষমতা মাত্র ১০ হাজার। পুলিশ আরও দাবি করেছে, সমাবেশে নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয় এবং খাদ্য ও পানীয় জলের যথাযথ ব্যবস্থা ছিল না। তাছাড়া দুপুর থেকেই লোকজন সমাবেশস্থলে জমা হতে থাকলেও বিজয় সভাস্থলে পৌঁছান সন্ধ্যা ৭টার দিকে। এসব কারণেই দুর্ঘটনা ঘটে।

 

তবে টিভিকে নেতারা পুলিশের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, এর আগে তারা বহু বিশাল সমাবেশ করেছেন, কিন্তু কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, স্থানীয় ডিএমকে নেতাদের ষড়যন্ত্রের ফলেই এই ট্র্যাজেডি ঘটেছে। তবে ক্ষমতাসীন ডিএমকে দল এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন