বাংলাদেশি নাগরিক সন্দেহে পুশ ব্যাক করা ছয় ভারতীয় নাগরিককে অবিলম্বে দেশে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ গতকাল শুক্রবার এই নির্দেশ দিয়েছেন। খবর জি নিউজের।
আদালত জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে বীরভূম জেলার দুই পরিবারের মোট ছয় সদস্যকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে।
তাদের মধ্যে সোনালী বিবি নামের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন।
সোনালী ও তার পরিবার দিল্লির রোহিণীতে প্রায় দুই দশক ধরে কাগজ কুড়ানো ও গৃহপরিচারিকার কাজ করতেন। পরিবারের অভিযোগ, জুন মাসে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ঘর থেকে তাঁদের তুলে নিয়ে যায় এবং পরে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, সোনালীর পুশ ব্যাক নিয়ে করা হেবিয়াস কর্পাস মামলা শুনবেন কলকাতা হাইকোর্ট।
সেই মামলাতেই গতকাল ছয় ভুক্তভোগীকে আগামী চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল কলকাতা হাইকোর্টের এই নির্দেশ আপাতত মুলতবি রাখার আবেদন জানায় কেন্দ্র। ওই আবেদন নাকচ করে দেয় আদালত।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন