রেস্তোরাঁয় গিয়ে বিক্ষোভকারীদের কবলে ট্রাম্প

gbn

নিরাপত্তাজনিত কারণে মার্কিন প্রেসিডেন্টরা রেস্তোরাঁয় খাবার খেতে যান না বললেই চলে। তবে গত মঙ্গলবার এক বিরল ঘটনায় সি ফুড খেতে হোয়াইট হাউসের কাছাকাছি এক রেস্তোরাঁয় গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে গিয়ে গাজার গণহত্যায় ইসরায়েলের পক্ষ নেওয়ায় বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন তিনি।

গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, রেস্তোরাঁর ভেতর আগে থেকে অপেক্ষা করছিলেন বিক্ষোভকারীরা।

তারা ট্রাম্পকে ‘একালের হিটলার’ বলে স্লোগান দিতে থাকেন।

 

খবরে বলা হয়, ওয়াশিংটন ডিসির ফিফটিন্থ স্ট্রিটে অবস্থিত ‘জো’স সি ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব’ নামের রেস্তোরাঁয় ট্রাম্পের গাড়িবহর এসে পৌঁছায়। নিজের লিমুজিন গাড়ি থেকে যখন ট্রাম্প নেমে আসেন, তখন চার পাশে উল্লাসধ্বনি শোনা যায়। উপস্থিত জনতা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।

 

 

তবে একইসঙ্গে দেখা যায় বিপরীত চিত্রও। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন দেখানোর নীতির প্রতিবাদে সেখানে উপস্থিত একদল বিক্ষোভকারী দুয়ো ধ্বনি দেন। তারা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে বলতে থাকেন, ‘ডিসিকে মুক্ত কর! ফিলিস্তিনকে মুক্ত কর! ট্রাম্প হচ্ছেন একালের হিটলার।’

ট্রাম্প তাদের দিকে এগিয়ে যান।

হাত নেড়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাদের সঙ্গে কোনো কথা বলেননি রিপাবলিকান নেতা। কয়েক সেকেন্ড পর জায়গাটি খালি করার জন্য তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীদের ইঙ্গিত করেন মার্কিন প্রেসিডেন্ট। সিক্রেট সার্ভিসের এজেন্টরা একে একে বিক্ষোভকারীদের সরিয়ে নিতে থাকেন। 

 

রেস্তোরাঁ থেকে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকাসম্বলিত ব্যানার উঁচিয়ে ধরেন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের খেতে যাওয়ার ঘটনাটি বেশ বিরল, কারণ তিনি ওয়াশিংটনে অবস্থানকালে সাধারণত হোয়াইট হাউস থেকে বের হন না।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন